ঈদুল ফিতরের দীর্ঘ ৯ দিনের ছুটি শেষে রোববার (৬ এপ্রিল) থেকে খুলেছে দেশের সব সরকারি ও বেসরকারি অফিস। ফলে জীবিকার তাগিদে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে ভোর থেকেই রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ।
আজ সকালে মহাখালী বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, দূরপাল্লার বাসগুলো যাত্রীবোঝাই অবস্থায় টার্মিনালে প্রবেশ করছে। অনেক বাস ঠিক সময়েই পৌঁছাচ্ছে, কারণ রাস্তায় যানজট নেই বললেই চলে।
সৌখিন পরিবহনের বাসকর্মী মুজাহিদুল জানান, গতকাল থেকেই সব বাস পূর্ণ যাত্রী নিয়ে ঢাকায় ফিরছে। রাস্তা ফাঁকা থাকায় সময়মতো পৌঁছাতে পারছেন তারা। এসআই পরিবহনের কাউন্টার ম্যানেজার সালাউদ্দিন বলেন, যারা ঈদে বাড়ি গিয়েছিলেন, তারা আজ কর্মস্থলে ফিরছেন।
যাত্রীদের মধ্যেও কর্মব্যস্ত জীবনে ফেরা নিয়ে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। আল ইমরান নামের এক যাত্রী বলেন, “ঈদের ছুটি শেষ হয়েছে, তাই আজ অফিস ধরতে ভোরেই রওনা দিতে হয়েছে।” টাঙ্গাইল থেকে আগত আনিস জানান, “গতকালই ফিরতে পারতাম, কিন্তু পরিবারের সঙ্গে আরও একটি দিন কাটাতে চেয়েছিলাম। তাই আজ সকালে এসেছি।”
অফিসগামীদের পাশাপাশি শিক্ষার্থীরাও ফিরছেন রাজধানীতে। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আসিফ বলেন, “লম্বা ছুটি থাকায় এবার পরিবারকে সময় দিতে পেরেছি। যাত্রায় কোনো ঝামেলা হয়নি, খুব আরামে ফিরেছি।”
যাত্রাপথে এবার ভোগান্তি ছিল না বলেই জানিয়েছেন বেশিরভাগ যাত্রী। আগাম প্রস্তুতি এবং যানজটহীন সড়ক ব্যবস্থা ঈদ-পরবর্তী ভ্রমণকে করেছে আরও স্বস্তিদায়ক।