মঙ্গলবার
৬ই মে, ২০২৫
২৩শে বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

ভোটার তালিকায় যুক্ত হচ্ছে ৬০ লাখ নতুন নাম

Fresh News রিপোর্ট
এপ্রিল ৬, ২০২৫
৯:৫৫ পূর্বাহ্ণ

নির্বাচন কমিশনের হালনাগাদ কার্যক্রমে দেশে নতুন করে প্রায় ৬০ লাখ নাগরিক ভোটার তালিকায় যুক্ত হতে যাচ্ছেন। পাশাপাশি মৃত্যুবরণ করা ও অপ্রাসঙ্গিক তথ্যের ভিত্তিতে প্রায় সাড়ে ২০ লাখ ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসি।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ (এনআইডি) সূত্রে জানা গেছে, হালনাগাদ কার্যক্রমে এখন পর্যন্ত ৬০ লাখ ৮৩২ জনের তথ্য সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে পুরুষ ২৮ লাখ ২৯ হাজার ২২৮ জন, নারী ৩১ লাখ ৭০ হাজার ৫৪৯ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ১ হাজার ৫৫ জন। এদের মধ্যে নিবন্ধন সম্পন্ন করেছেন প্রায় ৫০ লাখ নাগরিক।

অন্যদিকে মৃত ভোটার হিসেবে তালিকা থেকে বাদ পড়তে যাচ্ছেন ২০ লাখ ৫৩ হাজার ৫২৬ জন। পুরুষ ১১ লাখ ৮১ হাজার ২০৫ জন, নারী ৮ লাখ ৭১ হাজার ৭৫০ জন এবং হিজড়া ৫৭৩ জন।

নতুন ভোটার অন্তর্ভুক্তি ও মৃত ভোটার বাদ দেওয়ার কাজ চলবে ১১ এপ্রিল পর্যন্ত। এ সময়ে যারা এখনও নিবন্ধন করতে পারেননি, তারা অনলাইনে ফরম পূরণ করে নিবন্ধন কেন্দ্রে গিয়ে ভোটার হতে পারবেন।

ভোটার তালিকায় যুক্ত হতে প্রয়োজন হবে কিছু নথিপত্র— যেমন ১৭ ডিজিটের জন্মসনদ, নাগরিকত্ব সনদ, পিতা-মাতার এনআইডির কপি, শিক্ষাগত যোগ্যতার সনদ ও ইউটিলিটি বিল। আবেদনকারীদের সঠিক তথ্য ও পরিচয় নিশ্চিত করেই ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করা হবে।

বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। চলমান হালনাগাদ শেষে এই সংখ্যাটি আরও বাড়বে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।