দীর্ঘ ঈদের ছুটির পর আজ থেকে রাজধানী ঢাকায় ফিরেছে কর্মজীবনের চেনা ব্যস্ততা। সরকারি-বেসরকারি অফিসের প্রথম কর্মদিবসে সকাল থেকেই রাজধানীর কমলাপুর রেলস্টেশনসহ বিভিন্ন জায়গায় দেখা গেছে কর্মজীবীদের ভিড়।
রোববার (৬ এপ্রিল) সকালে রাজধানীর প্রধান রেলস্টেশন কমলাপুরে ঘুরে দেখা গেছে, একে একে দূরপাল্লার ট্রেনগুলো ঢাকায় পৌঁছাচ্ছে, আর ট্রেন থেকে নেমে দ্রুতগতিতে গন্তব্যে ছুটছেন যাত্রীরা। প্ল্যাটফর্মজুড়ে তৈরি হয় জনস্রোতের দৃশ্য।
সকাল ৮টা ২০ মিনিটে ৩ নম্বর প্ল্যাটফর্মে আসে রংপুর থেকে ছেড়ে আসা রংপুর এক্সপ্রেস। এরপর সাড়ে ৮টায় ৫ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছায় সিলেট থেকে আসা সুরমা মেইল ট্রেন। ট্রেন দুটি থামার সঙ্গে সঙ্গে নেমে পড়েন হাজারো যাত্রী, অনেকে সোজা অফিসে যাওয়ার প্রস্তুতি নিয়ে বেরিয়ে পড়েন গেটের দিকে।
সুরমা মেইলের যাত্রী সাইফুল ইসলাম জানান, “ঢাকার একটি প্রতিষ্ঠানে কাজ করি। আজ সকাল ১০টায় অফিস শুরু। আমি সকালে বাড়ি থেকে রওনা দিয়ে সোজা অফিসে যাচ্ছি।” তিনি বলেন, “নরসিংদী থেকে নিয়মিত যাতায়াত না করলেও ছুটির শেষে সরাসরি অফিসে আসার জন্য ভোরেই বেরিয়েছি।”
রংপুর এক্সপ্রেস ট্রেনে নাটোর থেকে আসা মুশফিকুর রহমান জানান, “গতকাল ট্রেনের টিকিট না পাওয়ায় বাধ্য হয়ে আজ শেষ ট্রেন ধরে ঢাকায় ফিরেছি। প্রায় আড়াই ঘণ্টা দেরি করায় দুশ্চিন্তায় ছিলাম অফিসে ঢুকতে দেরি হবে কিনা।”
আরেক যাত্রী মোহাম্মদ সাকলাইন জানান, “আজ ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল। অনেকেই দাঁড়িয়ে এসেছে, কেউ কেউ টয়লেট পর্যন্ত যেতে পারেননি। এমনকি অনেক যাত্রী ছাদেও ছিল বলে মনে হয়েছে।”
এরপর সকাল ৯টায় তিতাস কমিউটার ট্রেন ঢাকায় এসে পৌঁছালে আবারও বাড়ে প্ল্যাটফর্মে ভিড়।
ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করা মানুষের ভিড়ের মধ্য দিয়ে শুরু হলো আবারো কর্মমুখর ঢাকা। আজকের দিনটিকে ঘিরে রাজধানীর অফিস, সড়ক ও গণপরিবহনে ফের স্পষ্ট হলো চিরচেনা ছন্দ।