হৃদরোগজনিত জটিলতা কাটিয়ে ওঠার পর বাসায় ফিরলেও উন্নত চিকিৎসার জন্য শেষ পর্যন্ত সিঙ্গাপুরে রওনা হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
গত ২৮ মার্চ রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে ছাড়পত্র পান তিনি। তখন চিকিৎসকরা জানান, ঝুঁকিমুক্ত হলেও ভবিষ্যৎ স্বাস্থ্যঝুঁকি এড়াতে তাকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা দেওয়া হতে পারে। সে অনুযায়ী সোমবার (৮ এপ্রিল) তিনি দেশ ছেড়েছেন।
বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী এর আগেই জানিয়েছিলেন, তামিমের শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক ভালো, তবে আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা এবং পর্যবেক্ষণের জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হবে। যদিও তিনি কোন হাসপাতালে ভর্তি হবেন, সেটি এখনো নিশ্চিত নয়।
গত সপ্তাহটা নিজ বাসাতেই কাটিয়েছেন দেশের অন্যতম সফল এই ওপেনার। সুস্থ হয়ে উঠলেও ভবিষ্যতের জন্য ঝুঁকি এড়াতেই পরিবার এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। বাংলাদেশের ক্রিকেটভক্তরা প্রার্থনা করছেন, তামিম যেন দ্রুত পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে পারেন, অন্তত ক্রিকেট সংশ্লিষ্ট কোনো ভূমিকায়।