শনিবার
১৯শে এপ্রিল, ২০২৫
৬ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

গজারিয়ায় ট্রাক উল্টে সাত কিলোমিটার যানজটে দুর্ভোগ

Fresh News রিপোর্ট
এপ্রিল ১৮, ২০২৫
২:৫৮ অপরাহ্ণ

মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রডবাহী একটি ট্রাক উল্টে যাওয়ায় সৃষ্টি হয়েছে প্রায় সাত কিলোমিটার দীর্ঘ যানজট। শুক্রবার ভোরে জামালদী থেকে ভবেরচর বাসস্ট্যান্ড পর্যন্ত মহাসড়কজুড়ে এ যানজটের সৃষ্টি হয়।

ভোর ৪টার দিকে মেঘনা সেতুর ঢালে জামালদী এলাকায় রডবোঝাই ট্রাকটি উল্টে পড়ে। ট্রাকে থাকা রড সড়কে ছড়িয়ে পড়লে ঢাকামুখী লেন কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়। সকাল ৮টার দিকে ট্রাকটি সরিয়ে নেওয়া হলেও সকাল ৯টা পর্যন্ত যানজটের তীব্রতা কমেনি।

দীর্ঘ সময় যানজটে আটকে থেকে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। কুমিল্লা থেকে ঢাকাগামী বাসের চালক বিল্লাল হোসেন জানান, সকাল ৫টায় রওনা দিয়ে আলীপুরা এলাকায় এসে যানজটে আটকে পড়েন। যাত্রীরা বিরক্ত হয়ে উঠেছেন।

দরি বাউশিয়া থেকে বাসে ওঠা যাত্রী ইমরান হোসেন বলেন, “সকাল ৬টায় উঠেছি, ২ ঘণ্টা ধরে একই জায়গায় দাঁড়িয়ে আছি। যে পথ ৩৫ মিনিটে অতিক্রম করার কথা, সেখানে অনেক বেশি সময় লাগছে।”

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন জানান, উল্টে যাওয়া ট্রাকের রড ছড়িয়ে পড়ায় সাময়িকভাবে যান চলাচল বন্ধ ছিল। যানজট নিরসনে পুলিশ সক্রিয়ভাবে কাজ করছে।