ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) আবারও বিতর্কে জড়িয়েছে। এবার পারিশ্রমিক বকেয়া থাকার অভিযোগে অনুশীলন বয়কট করেছেন পারটেক্স স্পোর্টিং ক্লাবের ক্রিকেটাররা, এমনকি তারা ম্যাচ না খেলার হুমকিও দিয়েছেন।
বিষয়টি নিয়ে দলের কোচ আনারুল মোস্তাকিম এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিযোগ করেন, দলের কয়েকজন খেলোয়াড় দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে ‘নেতিবাচক ক্রিকেট’ খেলছেন, যা সন্দেহজনক। তার মন্তব্যে নতুন করে আলোচনার জন্ম হয়েছে ঘরোয়া ক্রিকেটে। তবে এই অভিযোগকে একেবারেই অস্বীকার করেছেন পারটেক্স ক্লাবের কর্তা সাজ্জাদ হোসেন।
সাজ্জাদ বলেন, “আনারুল মোস্তাকিম হয়তো রাগের মাথায় কথাটি বলেছেন। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমি নিশ্চিত, আবেগ থেকেই এমন মন্তব্য এসেছে, তবে বাস্তবে তা প্রমাণিত নয়।”
ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়ার বিষয়টি স্বীকার করে সাজ্জাদ জানান, “ক্রিকেটাররা অবশ্যই পারিশ্রমিক পাবেন। আমরা কখনও বলিনি তাদের টাকা দেওয়া হবে না। কালকের ম্যাচে তারা খেলবে।”
এদিকে, সাব্বির রহমানের দল থেকে অনুপস্থিতি নিয়েও কথা বলেন সাজ্জাদ। তিনি জানান, সাব্বির অসুস্থ থাকার কারণে আগের ম্যাচে খেলেননি এবং বিষয়টি ইমেইলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। তবে আগামিকালের ম্যাচে তিনি অংশ নেবেন বলেও জানান তিনি।
ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারিশ্রমিক বিতর্ক, সন্দেহজনক পারফরম্যান্স ও খেলোয়াড়দের অসন্তোষ নতুন কিছু নয়। তবে এমন ঘটনা দেশের ক্রিকেটের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে বলে মনে করছেন অনেকেই।