বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন গোলরক্ষক এমি মার্তিনেজ প্রতিশোধের ইঙ্গিত নিয়ে ফ্রান্সে এলেও, শেষমেশ স্নায়ুযুদ্ধ জিতে নিয়েছে পিএসজি। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে অ্যাস্টন ভিলাকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে ফরাসি ক্লাবটি।
মাঠে নামার আগেই নাটকীয়তা তৈরি করেছিলেন মার্তিনেজ। আর্জেন্টিনার পতাকার রঙে রাঙানো চুল ও বিশ্বকাপ লোগোখচিত ক্যাপ পরে যেন ফ্রান্সের খেলোয়াড়দের মনে বিশ্বকাপ ফাইনালের স্মৃতি ফিরিয়ে আনতে চেয়েছিলেন তিনি। তবে তার সেই প্রচেষ্টা মাঠে টিকলো না। ফরাসি ফরোয়ার্ড দেসিরে দুয়ে আগেই জানিয়েছিলেন, মার্তিনেজের বিপক্ষে খেলাটা কিছুটা ‘ব্যক্তিগত’ হয়ে দাঁড়িয়েছে তার জন্য—এদিন গোল করে সেটারই জবাব দিলেন তিনি।
তবে ম্যাচের নায়ক ছিলেন ‘নতুন ম্যারাডোনা’ খ্যাত খাভিচা কাভারাৎসখেলিয়া। তার দারুণ এক গোলের পাশাপাশি শেষ সময়ে নুনো মেন্দেজের নিখুঁত ফিনিশে পিএসজি ম্যাচ জিতে নেয় ৩-১ ব্যবধানে। মার্তিনেজ চেষ্টা করেছিলেন—ম্যাচজুড়ে ৮টি সেইভ ও ৯টি বল রিকোভারি করেছেন তিনি, কিন্তু পিএসজির গোলবন্যা ঠেকাতে পারেননি।
অ্যাস্টন ভিলা যদিও প্রথমে এগিয়ে গিয়েছিল চমৎকার এক প্রতি আক্রমণ থেকে। জন ম্যাকগিনের শুরু করা মুভে টিলেমেন্সের পাস ধরে নিখুঁত ফিনিশে গোল করেন রজার্স। কিন্তু এই লিড মাত্র ৪ মিনিট টিকেছিল। দেসিরে দুয়ে বক্সের বাইরে থেকে মার্তিনেজকে পরাস্ত করেন দুর্দান্ত এক শটে।
প্রথমার্ধে আরও কিছু সুযোগ নষ্ট করে পিএসজি। তবে দ্বিতীয়ার্ধে তারা আর ভুল করেনি। কাভারাৎসখেলিয়া প্রতিপক্ষ রক্ষণকে বিভ্রান্ত করে দলের দ্বিতীয় গোল করেন। এরপর যোগ করা সময়ে তৃতীয় গোলটি করেন নুনো মেন্দেজ, ফলে বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।
ফিরতি লেগে আগামী বুধবার অ্যাস্টন ভিলার মাঠে মুখোমুখি হবে দুই দল। তবে প্রথম লেগে পাওয়া ৩-১ গোলের জয় পিএসজিকে সেমিফাইনালের পথে বড় সুবিধা এনে দিয়েছে।