মঙ্গলবার
৬ই মে, ২০২৫
২৩শে বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

সোহরাওয়ার্দী উদ্যানে জনস্রোত, গর্জে উঠল ঢাকা

Fresh News রিপোর্ট
এপ্রিল ১২, ২০২৫
১২:৫০ অপরাহ্ণ

ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে আজ ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হচ্ছে “মার্চ ফর গাজা” কর্মসূচি। বিকেল ৩টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছোট-বড় মিছিল আসতে শুরু করে, জনস্রোতে মুখর হয়ে ওঠে উদ্যানের চারপাশ।

কেউ আসছেন শাহবাগের দিক থেকে, কেউ দোয়েল চত্বর, আবার কেউ নীলক্ষেত কিংবা টিএসসির দিক থেকে। সবার হাতেই দেশের জাতীয় পতাকা ও ফিলিস্তিনের পতাকা। হাজারো কণ্ঠে উচ্চারিত হচ্ছে নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার। মূল আয়োজন শুরুর বহু আগেই সোহরাওয়ার্দী উদ্যানের প্রতিটি প্রবেশপথে মানুষের ভিড়ে তৈরি হয় চাপা উত্তেজনা।

‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’ এর ব্যানারে আয়োজিত এই কর্মসূচির মূল উদ্দেশ্য—গাজার নিরস্ত্র জনগণের প্রতি সংহতি প্রকাশ, মানবিক মূল্যবোধের পক্ষে সোচ্চার হওয়া এবং আন্তর্জাতিক জনমত গঠন।

উত্তরা থেকে বন্ধুদের সঙ্গে কর্মসূচিতে অংশ নিতে আসা তৌহিদুল ইসলাম বলেন, “আমরা ফিলিস্তিনে যা হচ্ছে তা ঠেকাতে পারছি না, কিন্তু আজকের উপস্থিতির মাধ্যমে তাদের জানাতে চাই, তারা একা নয়—আমরা আছি তাদের সঙ্গে।” তার মতো হাজার হাজার তরুণ সকাল থেকেই সোহরাওয়ার্দীতে জমায়েত হয়েছেন।

টিএসসি গেটের সামনে ফিলিস্তিনের পতাকা হাতে দাঁড়িয়ে থাকা নাজমুল হোসাইন বললেন, “শুধু পতাকা বিক্রি নয়, আমি এখানে এসেছি মুসলমানদের ওপর অন্যায় নিপীড়নের বিরুদ্ধে আমার অবস্থান জানাতে।”

সকাল থেকেই উদ্যান এলাকায় এমন ভিড় দেখা গেছে যে, রাস্তাগুলোতে পা ফেলারও জায়গা নেই। মানুষের ঢল এতটাই ছিল যে পুরো এলাকা রূপ নেয় এক প্রতিবাদী জনসমুদ্রে।

এই কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেছেন দেশের বিভিন্ন ধর্মীয়, সাংস্কৃতিক, ক্রীড়া ও গণমাধ্যম অঙ্গনের মানুষ। বিশিষ্ট ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারী, খেলোয়াড়, মিডিয়া ব্যক্তিত্বসহ নাগরিক সমাজের প্রতিনিধিরাও গাজার পক্ষে এক কণ্ঠে সোচ্চার হয়েছেন।

এটি শুধু একটি প্রতিবাদ কর্মসূচি নয়, বরং এক নিঃশব্দ আর্তনাদে গাজার মানুষের পাশে দাঁড়ানোর বাংলাদেশের হৃদয় থেকে ওঠা প্রতিধ্বনি।