জাতিসংঘের প্রস্তাবের আলোকে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের লক্ষ্যে বাংলাদেশ তার অটল সমর্থন বজায় রাখবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
শুক্রবার (১১ এপ্রিল) তুরস্কে অনুষ্ঠিত ‘আন্টালিয়া কূটনৈতিক ফোরাম’-এর ফাঁকে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রসিকিউটর করিম এ খানের সঙ্গে বৈঠকে এই আশ্বাস দেন তিনি এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।
বৈঠকে দুই উপদেষ্টা সাম্প্রতিক ইসরায়েলি আগ্রাসনে ফিলিস্তিনি জনগণের দুর্দশার বিষয়ে গভীর সহানুভূতি প্রকাশ করেন। একইসঙ্গে রোহিঙ্গা সংকট ও গাজা পরিস্থিতি নিয়ে আইসিসির অবস্থানের প্রশংসা করে তারা মানবতাবিরোধী অপরাধের জবাবদিহি ও টেকসই সমাধানের ওপর গুরুত্ব দেন।
আন্তর্জাতিক বিচারব্যবস্থায় বাংলাদেশের দৃঢ় অবস্থানের প্রশংসা করে আইসিসির প্রসিকিউটর করিম খান বলেন, বাংলাদেশ ও আইসিসির মধ্যে বিদ্যমান অংশীদারিত্ব ভবিষ্যতে আরও জোরদার হবে।
বৈঠকে রোম সংবিধি ও আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করেন পররাষ্ট্র উপদেষ্টা। উভয় পক্ষ আগামী দিনগুলোতে সম্পর্ক আরও গভীর করার বিষয়ে সম্মত হয়েছে।