মঙ্গলবার
৬ই মে, ২০২৫
২৩শে বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

জাজিরায় দুই গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে যুবক আহত

Fresh News রিপোর্ট
এপ্রিল ১৩, ২০২৫
৭:৩০ অপরাহ্ণ

শরীয়তপুরের জাজিরা উপজেলায় দুই গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে সাব্বির (৩০) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। রোববার (১৩ এপ্রিল) দুপুর পৌনে দুইটার দিকে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

আহত সাব্বির জাজিরার পশ্চিম দারিয়াল এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে।

সাব্বিরকে হাসপাতালে নিয়ে আসা জামাল দেওয়ার জানান, সকাল বেলায় পশ্চিম দারিয়াল এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছিল। হঠাৎ একটি ককটেল এসে সাব্বিরের গায়ে পড়ে বিস্ফোরিত হয়। এতে তার বাম হাত ও বুকের বাম পাশে মারাত্মক আঘাত লাগে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, শরীয়তপুর থেকে ককটেল বিস্ফোরণে আহত এক যুবক ঢামেকের জরুরি বিভাগে ভর্তি হয়েছে এবং তার চিকিৎসা চলছে।

স্থানীয়ভাবে উত্তেজনা বিরাজ করলেও এখনও পর্যন্ত সংঘর্ষের বিস্তারিত কারণ জানা যায়নি।