সাদা বলের সিরিজ খেলতে আগামী মে মাসে বাংলাদেশ সফরে আসছে দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দল। সফরে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল। ২ মে বাংলাদেশে পৌঁছাবে দক্ষিণ আফ্রিকা দল।
ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। ম্যাচগুলো শুরু হবে সকাল ১০টায়। প্রথম ওয়ানডে হবে ৬ মে, দ্বিতীয়টি ৮ মে এবং তৃতীয় ম্যাচ ১১ মে অনুষ্ঠিত হবে।
পরবর্তীতে দুই দিন বিরতি দিয়ে ১৪ মে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়াম অ্যাকাডেমি মাঠে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। বাকি দুটি ম্যাচ হবে ১৬ ও ১৮ মে, প্রতিটি ম্যাচ শুরু হবে দুপুর দেড়টায়।
এই সফর বাংলাদেশ নারী দলের ভবিষ্যৎ ক্রিকেটারদের জন্য একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠবে। নারী ক্রিকেটে দুই দেশের ভবিষ্যৎ প্রজন্মের লড়াই উপভোগ করার সুযোগ পাবেন ক্রিকেটপ্রেমীরা।