ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরায়েলের টানা বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৩৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১১৮ জন। নিহতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ হাজার ৯৮৩ জনে।
সোমবার বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানানো হয়, চলমান সংঘাতে আহতের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ১৬ হাজার। অনেকেই এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন, যাদের উদ্ধার করা সম্ভব হয়নি।
গত ১৮ মার্চ থেকে নতুন করে শুরু হওয়া হামলায় এখন পর্যন্ত ১ হাজার ৬১৩ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় ৪ হাজার ২০০ জন। চলতি বছরের জানুয়ারিতে ঘোষিত যুদ্ধবিরতি চুক্তি ভেঙে ইসরায়েল আবারও গাজায় আক্রমণ শুরু করে।
জাতিসংঘ বলছে, চলমান আগ্রাসনের ফলে গাজার প্রায় ৮৫ শতাংশ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং ভূখণ্ডটির অন্তত ৬০ শতাংশ অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর আগেও আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে এবং আন্তর্জাতিক বিচার আদালতে গাজায় গণহত্যার অভিযোগে মামলা চলছে।