শনিবার
১৯শে এপ্রিল, ২০২৫
৬ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

সাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজনা, কর্মহীন ৬৫ হাজার ভোলার জেলে

Fresh News রিপোর্ট
এপ্রিল ১৫, ২০২৫
১১:৪২ পূর্বাহ্ণ

সামুদ্রিক মৎস্য সংরক্ষণ ও টেকসই আহরণের লক্ষ্যে বঙ্গোপসাগরের বাংলাদেশের জলসীমায় ১৫ এপ্রিল মধ্যরাত থেকে শুরু হয়েছে মাছ ধরার ওপর ৫৮ দিনের নিষেধাজ্ঞা। যা চলবে আগামী ১১ জুন পর্যন্ত। এই সময়কালে সাগরগামী প্রায় ৬৫ হাজার নিবন্ধিত জেলে কর্মহীন হয়ে পড়েছেন।

ভোলার সদর, দৌলতখান ও অন্যান্য উপকূলীয় এলাকায় ঘুরে দেখা গেছে, জেলেরা ইতোমধ্যে ফিশিং বোট ও সরঞ্জামসহ তীরে ফিরে এসেছেন। কেউ সরঞ্জাম গুছিয়ে নিচ্ছেন, কেউবা বোট মেরামতের কাজে ব্যস্ত। অনেকেই এই সময়ে সরকারি খাদ্য সহায়তা দ্রুত দেওয়ার দাবি জানিয়েছেন, যাতে পরিবার-পরিজন নিয়ে কষ্টে না পড়তে হয়।

পাতারখাল এলাকার জেলে রশিদ ও নুরনবী জানান, “আমরা নিষেধাজ্ঞার নিয়ম মেনে আগেই তীরে ফিরে এসেছি। জাল-নৌকা গুছিয়ে রাখছি, নিষেধাজ্ঞা শেষে আবার সাগরে যাব।”

জেলেরা জানান, কাজ বন্ধ থাকায় এনজিওর কিস্তি ও ধারদেনা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা। অনেকে চালের সঙ্গে নগদ সহায়তারও দাবি তুলেছেন।

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, “নিষেধাজ্ঞা বাস্তবায়নে জোর প্রস্তুতি নেওয়া হয়েছে। টাস্কফোর্স, চেকপোস্ট ও নজরদারির ব্যবস্থা থাকছে। বরফ কলগুলোকে সতর্ক করে দেওয়া হয়েছে। জেলেদের দাবি অনুযায়ী, ভারতের সময়সূচির সঙ্গে মিল রেখে এবার নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে।”

তিনি আরও বলেন, “সরকারি চাল বরাদ্দ পাওয়ার পর ৪০ কেজি করে মাসিক সহায়তা দেওয়া হবে। যাতে জেলেরা এই সময়টাতে কিছুটা হলেও স্বস্তি পায়।”

ভোলা জেলায় মোট নিবন্ধিত জেলের সংখ্যা ১ লাখ ৭০ হাজার ২৮৩ জন। এর মধ্যে সাগরগামী জেলে আছেন ৬৫ হাজার, যাঁদের জীবন ও জীবিকা এখন পুরোপুরি নির্ভর করছে সরকারি সহায়তার ওপর।