শুক্রবার
১৮ই এপ্রিল, ২০২৫
৫ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে হামাসকে নিরস্ত্র হওয়ার শর্তে প্রস্তাব দিল ইসরায়েল

Fresh News রিপোর্ট
এপ্রিল ১৫, ২০২৫
১১:৪৩ পূর্বাহ্ণ

মিসর ও কাতারের মধ্যস্থতায় গাজা যুদ্ধবিরতির লক্ষ্যে একটি নতুন প্রস্তাবনা পাঠিয়েছে ইসরায়েল। তবে এবার ইসরায়েলের পক্ষ থেকে প্রথমবারের মতো হামাসকে সম্পূর্ণভাবে নিরস্ত্র হওয়ার শর্ত দেওয়া হয়েছে, যা নিয়ে ব্যাপক অনিশ্চয়তা তৈরি হয়েছে।

সোমবার আল কাহেরা নিউজ টিভি জানিয়েছে, এই প্রস্তাব হামাসের কাছে পৌঁছেছে এবং গোষ্ঠীটি তা পর্যালোচনা করছে। হামাসের মুখপাত্র আবু জুহরি বলেছেন, তারা ‘যত শিগগির সম্ভব’ তাদের অবস্থান জানাবে। তবে এই শর্ত বাস্তবায়ন সহজ নয়, কারণ হামাস বলছে, এতে অন্তত ‘১০ লাখ রেডলাইন’ রয়েছে।

নতুন প্রস্তাবে বলা হয়েছে, হামাস যদি নিরস্ত্র হয়, তখনই গাজায় যুদ্ধবিরতি ও পরবর্তী আলোচনা সম্ভব হবে। আবু জুহরি স্পষ্ট করে বলেন, “এই ইস্যুতে আমাদের হাইকমান্ড শিগগিরই সিদ্ধান্ত নেবে।”

এর আগে হামাস জানিয়েছিল, ইসরায়েল গাজা থেকে সেনা প্রত্যাহার করলে তারা বন্দি ইসরায়েলিদের মুক্তি দেবে। কিন্তু ইসরায়েল সেই প্রস্তাবে সাড়া দেয়নি।

মধ্যস্থতাকারী মিসর ও কাতার আশাবাদী, কারণ তাদের মতে, সময় এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন মিসরীয় কর্মকর্তা বলেন, “আমাদের বিশ্বাস হামাস খুব দ্রুত সাড়া দেবে।”

২০২৩ সালে হামাসের আকস্মিক হামলায় ১,২০০ ইসরায়েলি নিহত হন এবং ২৪২ জন জিম্মি হন। এরপর থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েল। টানা ১৫ মাস ধরে চলা অভিযানে এখন পর্যন্ত ৫১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের ৫৬ শতাংশই নারী ও শিশু।