শনিবার
১৯শে এপ্রিল, ২০২৫
৬ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

স্কটল্যান্ডকে হারালেই বিশ্বকাপ একপ্রকার নিশ্চিত বাংলাদেশের

Fresh News রিপোর্ট
এপ্রিল ১৫, ২০২৫
১১:৪৮ পূর্বাহ্ণ

সরাসরি বিশ্বকাপ খেলা থেকে ছিটকে পড়ার পেছনে সবচেয়ে বড় ধাক্কা ছিল ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হার। এবার সেই দলের বিপক্ষেই বাছাইপর্বে খেলতে হবে বাংলাদেশ নারী দলকে। তবে তার আগেই টাইগ্রেস শিবিরে কিছুটা স্বস্তির হাওয়া এনে দিয়েছে পাকিস্তানের দুর্দান্ত জয়।

বাছাইপর্বে স্কটল্যান্ডকে হারানোর পর পাকিস্তান এবার হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকেও। লো-স্কোরিং ম্যাচে সিদরা আমিন ও ফাতিমা সানার দারুণ পারফরম্যান্সে ৬৫ রানে জয় নিশ্চিত করে তারা। আর এই ফলেই বদলে গেছে পুরো বিশ্বকাপের যোগ-বিয়োগ।

বাংলাদেশ আজ স্কটল্যান্ডকে হারাতে পারলে মোট পয়েন্ট দাঁড়াবে ৬। এরপর বাকি দুই ম্যাচে যেকোনো একটিতে জয় পেলেই নিশ্চিত হবে ২০২৭ নারী ওয়ানডে বিশ্বকাপের টিকিট। এমনকি যদি আজই জয় আসে, তাহলে স্কটল্যান্ডের সামনে আর ৮ পয়েন্টের সুযোগ থাকবে না। আর ওয়েস্ট ইন্ডিজের সম্ভাবনা পাকিস্তানই ইতোমধ্যে শেষ করে দিয়েছে।

তবে আজ যদি বাংলাদেশ হেরে যায়, তাহলে জ্যোতির দলকে পরবর্তী দুই ম্যাচে জয় তুলতে হবে এবং স্কটল্যান্ডের ফলাফলের দিকেও নজর রাখতে হবে। তাই আজকের ম্যাচটাই হয়ে উঠেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

টাইগ্রেসদের সামনে এখন সুযোগ নিজেদের ভাগ্য নিজেরাই গড়ে নেওয়ার। জয়ই পারে সব হিসেবের জটিলতা সরিয়ে দিতে।