সাতক্ষীরার শাঁকদহা ব্রিজ এলাকায় খাবারে চেতনানাশক মিশিয়ে মোস্তাফিজুর রহমান (৩০) নামের এক ইজিবাইক চালককে অজ্ঞান করে তার গাড়ি ছিনতাই করেছে দুর্বৃত্তরা। বর্তমানে তিনি সদর হাসপাতালে চিকিৎসাধীন।
সোমবার (১৪ এপ্রিল) সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ওই এলাকায় এই ঘটনা ঘটে। আহত মোস্তাফিজুর সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের পাথরঘাটা গ্রামের বাসিন্দা।
সকালে সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড় থেকে পাটকেলঘাটাগামী যাত্রী সেজে তার ইজিবাইকে ওঠে দুর্বৃত্তরা। পথিমধ্যে তারা খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে চালককে অচেতন করে ফেলে রেখে যান। পরে তার ইজিবাইক নিয়ে পালিয়ে যায়।
খুলনা থেকে ফেরার পথে স্থানীয় ব্যবসায়ী আবুল কালাম বাবলা অচেতন অবস্থায় তাকে দেখে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন। বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, চালকের জ্ঞান ফিরলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।