সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বারুহাস এলাকায় একটি পুরাতন ব্যাটারি কারখানায় সংঘটিত ডাকাতির এক মাস পর রহস্য উদঘাটন করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ ঘটনায় জড়িত পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে দেশীয় অস্ত্র, কাভার্ড ভ্যান ও লুট হওয়া মোবাইল ফোন।
গত ১৩ মার্চ রাতে বারুহাস এলাকার কারখানাটিতে হানা দিয়ে ২৫-৩০ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল শ্রমিকদের বেঁধে ফেলে। এরপর তারা কারখানা থেকে ১০ টন ব্যাটারির প্লেট, ৩ টন সীসা, ১২০০ কেজি কানেক্টিন ও ৭০ হাজার টাকা নগদসহ প্রায় ৩৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট করে।
ঘটনার তদন্তে পুলিশ সুপার মো. ফারুক হোসেনের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জিয়াউর রহমানের তত্ত্বাবধানে ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. একরামুল হোসাইন ও উল্লাপাড়া সার্কেলের এএসপি অমৃত সূত্রধরের নেতৃত্বে একটি চৌকস টিম গঠন করা হয়।
গাজীপুর ও সিরাজগঞ্জে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় মো. ওয়াসিম পলান (২৩), জাহিদুল ইসলাম (২৫), ইয়াকুব শাহ (২৩), শামীম হোসেন (৩৪) ও লাবু প্রামানিক (৪০) নামের পাঁচজনকে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয় একটি কাভার্ড ভ্যান, তিনটি চাইনিজ কুড়াল এবং ডাকাতির সময় ব্যবহৃত মোবাইল ফোন।
গ্রেপ্তারকৃতরা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জেলা গোয়েন্দা শাখার ওসি একরামুল হোসাইন জানিয়েছেন, বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।