শনিবার
১৯শে এপ্রিল, ২০২৫
৬ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

শুরু হয়েছে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের সুবর্ণজয়ন্তী ও বৈশাখী মেলা

Fresh News রিপোর্ট
এপ্রিল ১৫, ২০২৫
১১:৫২ পূর্বাহ্ণ

বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ ও বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের ৫০ বছর পূর্তি উপলক্ষে সোনারগাঁয়ে শুরু হয়েছে ১৫ দিনব্যাপী বৈশাখী মেলা, যা চলবে ২৮ এপ্রিল পর্যন্ত।

সোমবার (১৪ এপ্রিল) মেলা উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ইলিয়া সুমন। এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম, জাতীয় কারুশিল্প পরিষদের সভাপতি চন্দ্র শেখর সাহা ও সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান।

মেলার উদ্বোধনী দিনে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয় এবং সুবর্ণজয়ন্তী উপলক্ষে শুরু হয় নানা লোকজ শিল্প উপস্থাপনা। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা কারুশিল্পীরা জামদানি, নকশিকাঁথা, মৃৎশিল্প, পটচিত্র, বাঁশ-বেত শিল্পসহ তাদের সৃষ্টিশীল কাজ উপস্থাপন ও বিক্রির সুযোগ পাচ্ছেন।

মেলা চত্বরে আলোকসজ্জা, লোকজ মঞ্চে প্রতিদিন বাউল গান, পুতুলনাচ, হালখাতা, বায়স্কোপ, সাপের খেলা ও নাগরদোলাসহ থাকছে গ্রামীণ বিনোদনের নানা আয়োজন। পাশাপাশি তিন গুটি, সাত গুটি, কানামাছি, বউচি, কপাল টোক্কা মতো হারিয়ে যাওয়া খেলাও থাকছে দর্শনার্থীদের জন্য। এছাড়া বৈশাখী খাবার নিয়ে থাকছে মুখরোচক আয়োজন।