রবিবার
৩রা আগস্ট, ২০২৫
১৯শে শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

সাতক্ষীরায় হাসপাতালে জরুরি বিভাগে হামলা, বিএনপি থেকে বহিষ্কার ১

Fresh News রিপোর্ট
মে ৪, ২০২৫
২:৫২ অপরাহ্ণ

ফ্রেশ নিউজ  :

সাতক্ষীরা সদর হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের মারধর ও ভাঙচুর করার অভিযোগে থানায় মামলা হয়েছে। গতকাল শনিবার রাতে সদর হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ জ্যেষ্ঠ নার্স মর্জিনা খাতুন সাতক্ষীরা সদর থানায় মামলাটি করেন। মামলায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করা হয়েছে। এর আগে গতকাল বেলা ১১টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে হামলার ঘটনা ঘটে। এ সময় দুজন চিকিৎসক, দুজন নার্সসহ সাতজন আহত হন।

জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সোহেল আহমেদ ওরফে মানিক হামলায় নেতৃত্ব দেন বলে অভিযোগ উঠেছে। ওই ঘটনার পর বেলা তিনটার দিকে সোহেল আহমেদকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে।

বিএনপির কেন্দ্রীয় জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ ও সদস্যসচিব আবু জাহিদ।

নাম প্রকাশ না করার শর্তে জরুরি বিভাগের দুজন বলেন, সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সোহেল আহমেদের নেতৃত্বে হামলা হয়েছে। গতকাল সকাল ৯টার দিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে কর্মরত চিকিৎসক তানভির রহমান একটি গবেষণার জরিপের কাজে সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগে অবস্থান করছিলেন। তিনি সোহেল আহমেদের ছবি দেখিয়ে বলেন তাঁর নেতৃত্বে এ ঘটনা ঘটানো হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করেছেন সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সোহেল আহমেদ। তিনি জানান, চিকিৎসা না পেয়ে রোগীর স্বজনেরা এ ঘটনা ঘটিয়েছেন। কয়েকজন মিলে চিকিৎসক তানভির রহমানকে মারধর করছিলেন। এ সময় ঠেকাতে গিয়ে নিজেও মারধরের স্বীকার হন। অন্য কোনো বিষয় নয়, রাজনৈতিক প্রতিপক্ষ তাঁর নাম জড়িয়ে অপপ্রচার চালানোয় বিএনপি থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল হক জানান, সদর হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ জ্যেষ্ঠ নার্স মর্জিনা খাতুন অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে গতকাল রাতে মামলা করেছেন। পুলিশ ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা করেছে।