রবিবার
৩রা আগস্ট, ২০২৫
১৯শে শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

কামারখন্দে দারুল কুরআন মডেল মাদ্রাসার উদ্বোধন

Fresh News রিপোর্ট
আগস্ট ২, ২০২৫
১১:৪৮ অপরাহ্ণ

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে দারুল কুরআন মডেল মাদ্রাসা।

শনিবার (২ আগস্ট) সকাল সাড়ে ৯টায় উপজেলার জামতৈল পূর্ব বাজার এলাকায় জামতৈল জেডিএম স্কুলসংলগ্ন এলাকায় নিজস্ব ক্যাম্পাসে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষানুরাগী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে প্লে থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের আরবি শিক্ষার পাশাপাশি বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান বিষয়েও পাঠদান করা হবে। ভবিষ্যতে দাখিল স্তর পর্যন্ত পাঠক্রম চালুর পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নৈতিক শিক্ষার অভাবেই সমাজে অবক্ষয় দেখা দিচ্ছে। ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে পরিচালিত দারুল কুরআন মডেল মাদ্রাসা ভবিষ্যৎ প্রজন্মকে নৈতিকতা ও মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখবে। তারা বলেন, সমাজ গঠনে এমন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয়তা এখন সময়ের দাবি।

উদ্বোধনী অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত ও গজল পরিবেশন করেন মাদ্রাসার শিক্ষার্থীরা। পরে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ আ. সবুর। এছাড়া বক্তব্য দেন, সিরাজগঞ্জ জেলা প্রকাশনা ও এইচ আরডি সম্পাদক মো. ইসমাইল হোসেন, ইসলামী ছাত্র শিবির কামারখন্দ উপজেলার সভাপতি মো. রাসেল, জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারি নাঈম, উপজেলা আমীর মাওলানা মো. ইউসুফ আলী এবং মাদ্রাসার সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ মো. আতাউর রহমান প্রমুখ।