রবিবার
৩রা আগস্ট, ২০২৫
১৯শে শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

যুক্তরাষ্ট্র থেকে ফেরত ৩৯ বাংলাদেশি ঢাকায় পৌঁছেছেন

Fresh News রিপোর্ট
আগস্ট ২, ২০২৫
১০:২০ অপরাহ্ণ

অবৈধভাবে অবস্থানের অভিযোগে যুক্তরাষ্ট্র থেকে ফেরত আসা ৩৯ জন বাংলাদেশি শনিবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন।

শনিবার ভোর ৬টা ৪৫ মিনিটে এক নারীসহ এই ৩৯ জনকে যুক্তরাষ্ট্র থেকে একটি বিশেষ সামরিক বিমান (সি-১৭) যোগে দেশে ফেরত পাঠানো হয়। দীর্ঘ ৬০ ঘণ্টার যাত্রা শেষে তারা ঢাকায় পৌঁছালে কারও মুখে ছিল বিমর্ষতা, কারও মধ্যে ছিল নীরবতা। দেশে ফেরার পর ব্র্যাক তাদের পরিবহন সহায়তা দেয় এবং প্রবাসী কল্যাণ ডেস্ক খাবারের ব্যবস্থা করে।

ফেরত আসাদের অভিযোগ, পুরো যাত্রায় তাদের হাতকড়া পরিয়ে রাখা হয় এবং বন্দির মতো আচরণ করা হয়। তারা জানান, যুক্তরাষ্ট্রে আশ্রয় প্রার্থনা করেছিলেন, কিন্তু আদালত ও অভিবাসন কর্তৃপক্ষ তাদের আবেদন খারিজ করে দেয়। ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম ও ইয়ুথ প্ল্যাটফর্মের সহযোগী পরিচালক জানান, এদের মধ্যে কেউ ৩০ লাখ, কেউ ৪০ লাখ টাকা পর্যন্ত খরচ করে মেক্সিকো বা দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশ হয়ে অবৈধ পথে যুক্তরাষ্ট্রে পৌঁছেছিলেন।

এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছিল, যুক্তরাষ্ট্র থেকে ৬১ জনকে ফেরত পাঠানোর কথা থাকলেও শেষ পর্যন্ত ৩৯ জন ঢাকায় পৌঁছান। দ্বিতীয় দফায় ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে অবৈধ অভিবাসনের বিষয়ে কঠোর অবস্থান নেওয়ায় এখন পর্যন্ত কয়েক দফায় ১১৮ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে।