অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এডাস্ট সাংবাদিক সমিতির আয়োজনে এবং জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের তত্ত্বাবধানে বরগুনা জেলা সদর ও তালতলী উপজেলার সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এই সভার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম বিভাগের প্রচারণার সাথে সাথে পুরো বিশ্ববিদ্যালয় সম্পর্কে সবাইকে অবগত করা হয়। একই সাথে বিশ্ববিদ্যালয়ের স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট নিয়ে কথা বলা হয়।
মত বিনিময় সভায় অংশগ্রহণ করেন স্থানীয় সাংবাদিকবৃন্দ, যারা মাঠপর্যায়ে কাজ করে প্রতিনিয়ত নানা চ্যালেঞ্জ মোকাবিলা করছেন। উক্ত সভায় মফস্বল সাংবাদিকতার বর্তমান চিত্র, নানা সংকট এবং ভবিষ্যতের সম্ভাবনাগুলো নিয়ে উন্মুক্ত আলোচনা হয়। পাশাপাশি আলোচিত হয় মফস্বল সাংবাদিকতার ইতিবাচক ভূমিকা, সামাজিক পরিবর্তনে সংবাদমাধ্যমের প্রভাব এবং তরুণ সাংবাদিকদের সম্ভাবনা।
সভায় উপস্থিত ছিলেন জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সম্মানিত কো-অর্ডিনেটর ও প্রভাষক জুবায়ের আহমেদ ও প্রভাষক কেয়া বোস। তারা সাংবাদিকদের উৎসাহিত করেন পেশাগত মান বজায় রেখে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায়।
সভায় আরো উপস্থিত ছিল ‘এডাস্ট সাংবাদিক সমিতি’র সভাপতি সুমন সিকদারসহ অন্যান্য সদস্যবৃন্দ।