রবিবার
৩রা আগস্ট, ২০২৫
১৯শে শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

গণতান্ত্রিক প্রক্রিয়া বিলম্বিত হলে জনগণ আবার জেগে উঠবে: ড. মঈন খান

Fresh News রিপোর্ট
আগস্ট ৩, ২০২৫
৭:৪৬ পূর্বাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার উত্তরণের পথকে দীর্ঘায়িত করলে দেশের মানুষ আবার জেগে উঠবে। শনিবার ঢাকায় এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, দীর্ঘ পনেরো-ষোলো বছর ধরে গণতন্ত্রকামী জনগণ ও রাজনৈতিক দলগুলো যে আন্দোলন করে এসেছে, সেই প্রত্যাশা পূরণ হয়নি। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ৯০ দিনের মধ্যেই সম্ভব, এর বাস্তব উদাহরণও রয়েছে।

তার মতে, পরিবর্তনের নামে এমন কোনো বন্দোবস্ত যেন চিরস্থায়ী হয়ে না যায়। ১/১১ সময়ের মতো ‘সবকিছু বদলে দাও’ স্লোগান থাকলেও সব পরিবর্তন আসল পরিবর্তন নয়।

ড. মঈন খান বলেন, সংস্কার কেবল সংস্কারের জন্য নয়, বরং অর্থবহ হতে হবে। শুধু কসমেটিক পরিবর্তনে দেশের ১৮ কোটি মানুষের ভাগ্য বদলাবে না। এমনকি পুরো সংবিধান পরিবর্তন করলেও কাঙ্ক্ষিত ফল আসবে না।