রবিবার
৩রা আগস্ট, ২০২৫
১৯শে শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

জামায়াতের শৃঙ্খলা ও সততার প্রশংসা প্রধান উপদেষ্টার প্রেস সচিবের

Fresh News রিপোর্ট
আগস্ট ৩, ২০২৫
৭:৪৯ পূর্বাহ্ণ

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামী শৃঙ্খলা ও সততার সুনাম বজায় রেখেছে, যা সব দলের জন্য অনুসরণযোগ্য। শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে জামায়াত আমিরকে নিয়ে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

স্ট্যাটাসে তিনি জামায়াত আমির শফিকুর রহমানের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে লিখেছেন, হার্ট সার্জারির পর থেকেই তার কথা ভাবছেন এবং সালাত ও দোয়ার মাধ্যমে তার জন্য প্রার্থনা করছেন। তিনি উল্লেখ করেন, অনিশ্চয়তার এই সময়ে শান্ত নেতৃত্ব এবং সংস্কার প্রক্রিয়ায় গঠনমূলকভাবে যুক্ত হওয়ার সদিচ্ছা বিশেষভাবে লক্ষ্যণীয়।

শফিকুল আলম আরও বলেন, জামায়াত আমিরের নেতৃত্বে দল অভ্যন্তরীণ শৃঙ্খলা ও সততার সুনাম বজায় রেখেছে, যা সব রাজনৈতিক দলেরই অনুসরণ করা উচিত। তিনি দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন—এমন প্রার্থনাও করেন প্রেস সচিব।