শুক্রবার
৯ই মে, ২০২৫
২৬শে বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

বেলকুচিতে হোমিও দোকানের স্পিরিট পান করে দুইজনের মৃত্যু

Fresh News রিপোর্ট
মে ৯, ২০২৫
৯:৪৬ পূর্বাহ্ণ

সিরাজগঞ্জের বেলকুচিতে হোমিওপ্যাথি ওষুধের দোকান থেকে কেনা স্পিরিট পান করে দুই ব্যক্তি মারা গেছেন এবং আরও একজন গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (৭ মে) সন্ধ্যায় সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে একজনের মৃত্যু হয় এবং আরেকজনকে শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহতরা হলেন দৌলতপুর বাশঁতলা এলাকার কসাই আবুল কালাম (৪৫) ও মতি মার্কেট এলাকার ভ্যানচালক শাহ আলম (৪৩)। গুরুতর অসুস্থ আবু হানিফ (৩৫) দৌলতপুর ইউনিয়ন পোস্ট অফিসের পোস্টমাস্টার হিসেবে কর্মরত।

স্থানীয়দের বরাতে জানা গেছে, মঙ্গলবার রাতে ধুকুরিয়াবেড়া ইউনিয়নের কান্দাপাড়া বাজারে বাবুর হোমিও দোকান থেকে তারা তিনজন স্পিরিট কিনে পান করেন। কিছুক্ষণ পরই তারা অসুস্থ হয়ে পড়েন এবং সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি হন। বুধবার আবুল কালামের মৃত্যু হয়, পরে শাহ আলমকে অন্য হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকেরিয়া ইসলাম বৃহস্পতিবার (৮ মে) দুপুরে জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। দোকান মালিক মো. বাবু ঘটনার পর থেকে পলাতক থাকলেও তার ছেলে মো. শফিকুল ইসলামকে আটক করা হয়েছে। এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।