শুক্রবার
৯ই মে, ২০২৫
২৬শে বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, তিনজন আটক

Fresh News রিপোর্ট
মে ৯, ২০২৫
১০:০০ পূর্বাহ্ণ

ফেনী শহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের পর অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ মে) বিকেলে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সামসুজ্জামান।

আটক ব্যক্তিরা হলেন—সহদেবপুর এলাকার মোখলেছ মিয়ার ছেলে মো. সুমন (৩০), শামসুদ্দিনের ছেলে শিবির আহাম্মদ (৩৬) এবং সাহাব উদ্দিনের ছেলে আমজাদ হোসেন টিপু (৩২)। তারা সবাই শহরের সহদেবপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন।

এর আগে ভোরে শহরের কলেজ রোড থেকে ফেনী জেলা আওয়ামী লীগের ব্যানারে একটি ঝটিকা মিছিল বের হয়। গত ৫ আগস্টের পর এটিই ছিল দলটির প্রথম প্রকাশ্য কর্মসূচি। মিছিলের ছবি ও ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কর্মীরা ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘মুজিববাদের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ প্রভৃতি স্লোগান দিতে দিতে কলেজ রোড প্রদক্ষিণ করেন। তবে জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের কাউকে মিছিলে দেখা যায়নি।

পুলিশ জানায়, আটককৃতদের মধ্যে আমজাদ হোসেন টিপু গত বছরের একটি বিস্ফোরক মামলার এজাহারভুক্ত আসামি। মিছিলের ঘটনাটি যাচাই করে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।