শুক্রবার
৯ই মে, ২০২৫
২৬শে বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

ভারতকে ‘সিনেমা’ থেকে ‘বাস্তবে’ ফিরতে বলল পাকিস্তান সেনাবাহিনী

Fresh News রিপোর্ট
মে ৯, ২০২৫
৯:৫৯ পূর্বাহ্ণ

পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী ভারত সরকারকে ‘সিনেমা জগৎ’ থেকে ‘বাস্তব জগতে’ ফিরে আসার আহ্বান জানিয়েছেন। ভারতের হামলার দাবিকে ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত বলে প্রত্যাখ্যান করেছেন তিনি।

শুক্রবার (৯ মে) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “পাকিস্তান যদি পাল্টা আঘাত হানে, তখন তা ঘোষণা করার প্রয়োজন হবে না—বিশ্ব নিজেই তা বুঝে যাবে।” ভারতের ১৫টি লক্ষ্যবস্তুতে পাকিস্তানের হামলার দাবিকে তিনি ‘ফ্যান্টম ডিফেন্স’ হিসেবে আখ্যা দেন এবং বলেন, “এ ধরনের নাটক যুদ্ধক্ষেত্রে নয়, বরং সিনেমা হলে মানায়।”

তিনি ভারতীয় সেনাবাহিনী ও সরকারের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দেন, “তারা কি এখনও অষ্টাদশ শতকে বাস করছে? তারা কখন বাস্তবে ফিরবে?”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারও। জেনারেল শরিফ ভারতের প্রকাশিত ছবি ও ভিডিওরও কড়া সমালোচনা করেন। তার ভাষ্য, “যেসব শুকনো জমির ছবি দেখানো হচ্ছে, সেখানে অন্তত আগুন তো লাগানো যেত। সেগুলো শুধু ফাঁকা মাঠ।”

তিনি আরও বলেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী সবসময় সতর্ক ও প্রস্তুত রয়েছে। ভারতের যেকোনো আগ্রাসী পদক্ষেপের জবাব কঠোর ও চূড়ান্ত হবে। “যখন পাকিস্তান জবাব দেবে, তখন কী হয়েছে তা জানতে ভারতীয় মিডিয়ার দরকার পড়বে না”—এভাবেই সংবাদ সম্মেলনের ইতি টানেন পাকিস্তানের এই সামরিক মুখপাত্র।