শুক্রবার
৯ই মে, ২০২৫
২৬শে বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

আ.লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে আজ বড় জমায়েতের ঘোষণা

Fresh News রিপোর্ট
মে ৯, ২০২৫
১০:০২ পূর্বাহ্ণ

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে আজ (শুক্রবার) বাদ জুমা যমুনার সামনে বড় জমায়েতের ডাক দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি দলমত নির্বিশেষে সবাইকে জমায়েতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে যমুনার সামনে চলমান বিক্ষোভ কর্মসূচি থেকে এই আহ্বান জানান তিনি। পরে ফোয়ারার সামনে সংবাদ সম্মেলনে হাসনাত বলেন, “সার্ক ফোয়ারার সামনে মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়েছে। সেখানে বাদ জুমা জনসমুদ্র হবে। আজ তারা বুঝবে কারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায়।”

গতকাল বৃহস্পতিবার রাত ১০টা থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ চলছে। সেখানে জাতীয় নাগরিক পার্টির পাশাপাশি জামায়াত, হেফাজতে ইসলাম, এবি পার্টি ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরাও যোগ দিয়েছেন।

সকাল আটটার দিকে বিক্ষোভে উপস্থিত হন জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী।

বিক্ষোভকারীরা কখনো টানা, আবার কখনো বিরতি দিয়ে স্লোগান দিয়ে যাচ্ছেন যমুনার সামনে। রাত দুইটার দিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্ব ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। কিন্তু ৯ মাস পরেও সে দাবি পূরণ না হওয়ায় আমাদের আবার রাজপথে নামতে হয়েছে।”

রাত একটার পর হেফাজতে ইসলামের নেতারা, দেড়টার দিকে এবি পার্টির সদস্যরা এবং দুইটার দিকে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতারা বিক্ষোভস্থলে উপস্থিত হন। পরিস্থিতি ঘিরে এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।