মঙ্গলবার
১৩ই মে, ২০২৫
৩০শে বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

জমি বন্ধকের টাকা চাইতে গিয়ে পিটুনিতে মৃত্যু

Fresh News রিপোর্ট
মে ১১, ২০২৫
৭:৪৫ পূর্বাহ্ণ

ফ্রেশ নিউজ :

যশোরের বেনাপোলের খড়িডাঙ্গা গ্রামে জমি বন্ধকের টাকা ফেরত চাওয়ায় বর্গা চাষিকে গত শুক্রবার বিকেলে পেটানোর পর যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে গতকাল শনিবার সকালে তাঁর মৃত্যু হয়। নিহত ব্যক্তির নাম সুমন হোসেন (৩২)। তিনি বেনাপোল পোর্ট থানার খড়িডাঙ্গা গ্রামের নূর ইসলামের ছেলে।

স্থানীয়রা জানায়, বেনাপোলের খড়িডাঙ্গা গ্রামের মৃত মইরদ্দিনের ছেলে মশিয়ারের কাছ থেকে কয়েক বছর আগে ৪০ হাজার টাকার বিনিময়ে ১২ কাঠা জমি বন্ধক নেন সুমন হোসেন। তাঁকে টাকা ফেরত দিয়ে বন্ধকি জমি ফেরত নেওয়ার কথা জানান মশিয়ার। এই টাকা শুক্রবার ফেরত দেওয়ার কথা ছিল। সুমন টাকা চাইতে বিকেলে মশিয়ারের বাড়িতে যান। কিন্তু টাকা না পেয়ে সুমন খড়িডাঙ্গা গ্রামের আনিসুরের দোকানে বসে অপেক্ষায় ছিলেন। তখন মশিয়ার তাঁর ভাই মফিজুর, শহিদুল্লাহসহ পাঁচ-ছয়জনকে নিয়ে সেখানে যান। তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সুমনকে ধরে রাস্তায় ফেলে লাঠি ও ইট দিয়ে পিটিয়ে আহত করে । আহত অবস্থায় গ্রামবাসীরা তাঁকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তাঁর মৃত্যু হয়।

বেনাপোল পোর্ট থানার ওসি রাসেল মিয়া জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ মামলা করেনি।