ফ্রেশ নিউজ :
মাগুরায় আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় আগামী ১৭ই মে ঘোষণা করা হবে। শুনানি শেষে রায় ঘোষণার এ দিন ঠিক করেছে আদালত। মঙ্গলবার মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এ আদেশ দেন।
এর আগে গতকাল সোমবার সকালে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয় এ মামলার। আজ দুপুর ১২টায় শুনানি শেষ হওয়ার পর রায়ের দিন ঘোষণা করা হয়।
মামলার মূল আসামি শিশুটির বোনের শ্বশুর হিটু শেখ গত ১৫ই মার্চ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। একাই ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনায় জড়িত ছিলেন বলে স্বীকারোক্তি দিয়েছেন হিটু শেখ। তবে পরে গত ১৩ই এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা চার আসামির বিরুদ্ধে অভিযোগ এনে তদন্ত প্রতিবেদন দাখিল করে।
গত ৬ মার্চ মাগুরা শহরের নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়িতে ধর্ষণের শিকার হয় আট বছরের শিশু। পরে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৩ই মার্চ মারা যায় শিশুটি।