রবিবার
৩রা আগস্ট, ২০২৫
১৯শে শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

শুভমান গিলের ডাবল সেঞ্চুরিতে ইতিহাস গড়ল ভারত

Fresh News রিপোর্ট
জুলাই ৪, ২০২৫
৯:৪২ পূর্বাহ্ণ

অধিনায়ক হিসেবে টেস্ট অভিষেকেই নজরকাড়া সেঞ্চুরি, আর পরের ম্যাচেই ক্যারিয়ারসেরা ইনিংস –  এমন দুর্দান্ত সূচনা করেছেন ভারতের নতুন টেস্ট অধিনায়ক শুভমান গিল। চলমান এজবাস্টন টেস্টে তিনি ২৬৯ রানের এক ম্যারাথন ইনিংস খেলেছেন, যা কোনো ভারতীয় টেস্ট অধিনায়কের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর।

৩৮৭ বলের ইনিংসে গিল হাঁকিয়েছেন ৩০টি চারের সঙ্গে তিনটি ছক্কা। এর মাধ্যমে ওয়ানডের পর টেস্টেও দ্বিশতক করে তিনি প্রবেশ করেছেন ক্রিকেটের অভিজাত এক তালিকায়। মাত্র পাঁচজন ব্যাটার আছেন যাঁরা দুটি ফরম্যাটেই ডাবল সেঞ্চুরি করেছেন। গিলের আগেই এই কীর্তি অর্জন করেছেন শচীন টেন্ডুলকার, বীরেন্দর শেবাগ, রোহিত শর্মা ও ক্রিস গেইল।

২০২৩ সালের ১৮ জানুয়ারি হায়দরাবাদে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে ২০৮ রানের ইনিংস খেলে গিল প্রথমবার ডাবল সেঞ্চুরির স্বাদ পান। এবার সাদা পোশাকে নিজের নেতৃত্বেই খেললেন স্মরণীয় এক ইনিংস, যা তার ভবিষ্যতের টেস্ট ক্যারিয়ারে দৃঢ়তার ইঙ্গিত দেয়।

শচীন ছিলেন প্রথম ব্যাটার যিনি দুই ফরম্যাটেই দ্বিশতক করেন। ২০১০ সালে ওয়ানডেতে ২০০ এবং তার টেস্ট ক্যারিয়ারে ছিল ছয়টি ডাবল সেঞ্চুরি। এরপর শেবাগ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে ২১৯ রান করে তালিকায় যুক্ত হন, যিনি টেস্টেও করেছিলেন ছয়টি ডাবল সেঞ্চুরি।

রোহিত শর্মা ওয়ানডেতে রেকর্ড তিনটি ডাবল সেঞ্চুরির মালিক, আর টেস্টে একবারই ডাবল করেছেন। অন্যদিকে একমাত্র বিদেশি ব্যাটার হিসেবে দুই ফরম্যাটেই ডাবল সেঞ্চুরি করার কীর্তি গড়েছেন ক্যারিবীয় কিংবদন্তি ক্রিস গেইল।

এজবাস্টনে গিলের অসাধারণ ইনিংসের বদৌলতে ভারতের প্রথম ইনিংসে সংগ্রহ দাঁড়ায় ৫৮৭ রান। এর জবাবে ইংল্যান্ড দ্বিতীয় দিন শেষে ৩ উইকেটে ৭৭ রান তুলে ব্যাট করছে। এই অবস্থায় ম্যাচের নিয়ন্ত্রণ রয়েছে ভারতের পক্ষেই।