রবিবার
৩রা আগস্ট, ২০২৫
১৯শে শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

ট্রিপল সেঞ্চুরিতে ইতিহাস গড়লেন উইয়ান মুল্ডার

Fresh News রিপোর্ট
জুলাই ৭, ২০২৫
৩:৪৪ অপরাহ্ণ

ইতিহাস গড়েই ফেললেন উইয়ান মুল্ডার। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক সোমবার (৭ জুলাই) জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়ে টেস্টে ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়েছেন।

টেস্ট নেতৃত্বের অভিষেকে ট্রিপল সেঞ্চুরি করা ইতিহাসের প্রথম ব্যাটার এখন মুল্ডার। দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ব্যাটার হিসেবে ট্রিপল করেছেন তিনি।

২০১২ সালে ওভালে ইংল্যান্ডের বিপক্ষে ট্রিপল করেছিলেন হাশিম আমলা। এতদিন তিনিই ছিলেন প্রোটিয়াদের একমাত্র ট্রিপল সেঞ্চুরিয়ান।
টেস্ট ইতিহাসে দ্রুততম ট্রিপল সেঞ্চুরিয়ানের তালিকায়ও দুই নম্বরে উঠে এসেছেন মুল্ডার। ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৭৮ বলে ট্রিপল করে বিশ্বরেকর্ড নিজের কাছে রেখেছেন ভারতের বীরেন্দ্রর শেবাগ। মুল্ডার করেছেন ২৯৭ বলে।

২৬৪ রান নিয়ে আজ টেস্টের দ্বিতীয় দিনে ব্যাট করতে নামেন মুল্ডার। প্রথমে তিনি ভাঙেন গ্রায়েম স্মিথের রেকর্ড। ২০০৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হিসেবে ২৭৭ রান করেছিলেন গ্রায়েম স্মিথ।