রবিবার
৩রা আগস্ট, ২০২৫
১৯শে শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

কামরাঙ্গীরচরে শিশু ধর্ষণের দায়ে আসামির যাবজ্জীবন

Fresh News রিপোর্ট
জুলাই ৭, ২০২৫
৫:০২ অপরাহ্ণ

২০২২ সালের (৯ জানুয়ারি) ১১ বছর বয়সী ভিকটিমকে প্রতিবেশী মো. রাজু মিয়া ডেকে নিয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। মো. রাজু মিয়া (২৮) ঢাকার কামরাঙ্গীরচরের রূপনগরের মৃত সুলতান মিয়ার ছেলে।

এরপর (১৫ জানুয়ারি) পুনরায় ভুক্তভোগীকে ধর্ষণ করেন। বিষয়টি কাউকে জানালে ভুক্তভোগীকে ধর্ষণের হুমকি দেন। এ ঘটনায় (২৫ জানুয়ারি) কামরাঙ্গীরচর থানায় মামলা দায়ের করা হয়। মামলাটি তদন্ত করে একই বছরের (১০ মে) কামরাঙ্গীরচর থানার উপ-পরিদর্শক মোস্তাকিম কবির আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার বিচার চলাকালে ৮ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত।

সাড়ে তিন বছর আগে রাজধানীর কামরাঙ্গীরচরের রূপনগর এলাকায় ১১ বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে আসামি মো. রাজু মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।

সোমবার (৭ জুলাই) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন।
দণ্ডের পাশাপাশি আসামিকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। আসামির স্থাবর বা অস্থাবর সম্পত্তি বিক্রি করে জরিমানার টাকা আদায় করে ভিকটিমকে দেওয়ার জন্য ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এদিন রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণা শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।