রবিবার
৩রা আগস্ট, ২০২৫
১৯শে শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

চট্টগ্রাম বন্দরের এনসিটির দায়িত্ব পেল নৌবাহিনীর ‘ড্রাই ডক’

Fresh News রিপোর্ট
জুলাই ৭, ২০২৫
৫:৩১ অপরাহ্ণ

চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) নতুন ব্যবস্থাপনায় যাত্রা শুরু করেছে। দীর্ঘ প্রায় দেড় দশক পর এনসিটির দায়িত্বে পরিবর্তন এনে এবার ছয় মাসের জন্য টার্মিনালটির দায়িত্ব পেয়েছে নৌবাহিনী পরিচালিত চিটাগং ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল)।

সোমবার (৭ জুলাই) রাত ১২টা থেকে সিডিডিএল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করে পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মোহাম্মদ ওমর ফারুক।

এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিদায় নিল দেশীয় বেসরকারি প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক। তারা প্রায় ১৫ বছর ধরে এনসিটি পরিচালনার দায়িত্বে ছিল। তাদের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয় ৬ জুলাই। পূর্বঘোষণা অনুযায়ী, চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নেয় বন্দর কর্তৃপক্ষ।

বন্দর সূত্রে জানা গেছে, চিটাগং ড্রাই ডক ডাইরেক্ট প্রোকিউরমেন্ট মেথড (ডিপিএম) অনুযায়ী পরবর্তী ছয় মাস এনসিটি পরিচালনা করবে। মূলত জাহাজ মেরামতের প্রতিষ্ঠান হলেও এবার তারা সরাসরি কনটেইনার টার্মিনালের ব্যবস্থাপনায় এসেছে।

এনসিটিতে রয়েছে পাঁচটি জেটি, যার মধ্যে চারটিতে সমুদ্রগামী এবং একটি অভ্যন্তরীণ নৌযান ভেড়ার ব্যবস্থা রয়েছে। এছাড়া এখানে রয়েছে অত্যাধুনিক গ্যান্ট্রি ক্রেন, যার মাধ্যমে কম সময়ে বেশি কনটেইনার হ্যান্ডলিং সম্ভব। ২০২৪ সালে চট্টগ্রাম বন্দরে ৩০-৩২ লাখ টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং হয়, যার ৪০-৪৪ শতাংশই এনসিটির মাধ্যমে সম্পন্ন হয়। এককভাবে ২০২৪ সালে এনসিটি হ্যান্ডল করেছে ১২ লাখ ৮১ হাজার টিইইউএস।

সরকারি সূত্রে জানা গেছে, এনসিটির জন্য একটি বিদেশি অপারেটর নিয়োগের বিষয়েও আগ্রহ রয়েছে সরকারের। দুবাইভিত্তিক আন্তর্জাতিক বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের নাম আলোচনায় রয়েছে। তবে এ নিয়ে দেশে তৈরি হয়েছে বিতর্ক।

বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন বিদেশি অপারেটর নিয়োগের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছে। তাদের মতে, এনসিটি একটি আধুনিক ও স্বয়ংসম্পূর্ণ টার্মিনাল, যা দেশের নিজস্ব সক্ষমতায় পরিচালনা করা সম্ভব। বিদেশি অপারেটর নিয়োগ হলে দেশের রাজস্ব ও আয় বিদেশে চলে যাবে বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা।

সম্প্রতি ২৮ জুন ‘সাম্রাজ্যবাদবিরোধী দেশপ্রেমিক জনগণ’ ব্যানারে বামপন্থী দল ও সংগঠনের একটি প্ল্যাটফর্ম লংমার্চ কর্মসূচি পালন করে। তারা ঘোষণা দেয়, বন্দর ইজারার প্রক্রিয়া বন্ধ না হলে ৫ আগস্টের পর কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।