রবিবার
৩রা আগস্ট, ২০২৫
১৯শে শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

পেদ্রোর জোড়া গোলে সাবেক ক্লাবকে হারিয়ে চেলসির ফাইনাল নিশ্চিত

Fresh News রিপোর্ট
জুলাই ৯, ২০২৫
৯:১৩ পূর্বাহ্ণ

প্রথমবার চেলসির শুরুর একাদশে সুযোগ পেয়েই আলো কাড়লেন ব্রাজিলিয়ান তরুণ ফরোয়ার্ড জোয়াও পেদ্রো। সাবেক ক্লাব ফ্লুমিনেন্সের বিপক্ষে জোড়া গোল করে দলকে তুললেন ক্লাব বিশ্বকাপের ফাইনালে।

মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনাল ম্যাচে চেলসি ২-০ গোলে হারায় ফ্লুমিনেন্সকে। ব্রাজিলের ক্লাবটির বিপক্ষে পেদ্রোর প্রথম গোল আসে ম্যাচের ১৮তম মিনিটে, যখন বক্সের বাইরে থেকে বাঁকানো এক শটে লক্ষ্যভেদ করেন তিনি। গোলের পরও উদযাপন না করে সাবেক ক্লাব সমর্থকদের প্রতি শ্রদ্ধা জানাতে হাত তুলে ক্ষমা চেয়েছিলেন এই তরুণ।

প্রথমার্ধেই সমতায় ফেরার সুযোগ পেয়েছিল ফ্লুমিনেন্স। হারকিউলিসের একটি শট গোলরক্ষককে ছিটকে গেলেও তা গোললাইন থেকে ফিরিয়ে দেন চেলসির ডিফেন্ডার মার্ক কুকুরেয়া। এছাড়া একবার পেনাল্টির আবেদন করলেও ভিএআরের সহায়তায় সিদ্ধান্ত বাতিল হয়।

দ্বিতীয়ার্ধের দশ মিনিট পর চেলসির হয়ে দ্বিতীয় গোলটি করেন পেদ্রো। এবার তাকে থ্রু বল বাড়ান এনজো ফার্নান্দেজ। বক্সে ঢুকে জোরালো শটে বল ক্রসবারে লেগে জালে প্রবেশ করে। এবারও একইভাবে দুই হাত তুলে উদযাপন করেন পেদ্রো, যেন তার আবেগ আর শ্রদ্ধা দুটোই প্রকাশ পায়।

ম্যাচে চেলসি বল দখলে এগিয়ে ছিল এবং মোট ১৭টি শট নেয়, যার মধ্যে ৫টি ছিল লক্ষ্যে। ফ্লুমিনেন্স ১২টি শট নিয়েও কাঙ্ক্ষিত গোল পায়নি। ম্যাচে শেষ সময়েও আক্রমণ অব্যাহত রাখে তারা, কিন্তু গোলের দেখা মেলেনি।

স্টপেজ টাইমে চেলসির মিডফিল্ডার ময়েসেস কায়কেদো অ্যাঙ্কেলের চোটে পড়লেও দলটির সামনে এখন আর কোনো বড় দুশ্চিন্তা নেই। ক্লাব বিশ্বকাপে দ্বিতীয় শিরোপার লক্ষ্যে চেলসির প্রতিপক্ষ হবে পিএসজি ও রিয়াল মাদ্রিদের মধ্যকার বিজয়ী। ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী রোববার রাতে।