ইরানের বিপ্লবী গার্ডের অর্থায়নে ভূমিকা রাখায় হংকং, সংযুক্ত আরব আমিরাত ও তুরস্কের ২২টি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন ট্রেজারি বিভাগ বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানায়।
বলা হয়, ইরানের অভিজাত কুদস ফোর্স এইসব বিদেশি কোম্পানির সহায়তায় তেল বিক্রি করে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করছে। যুক্তরাষ্ট্র এই কুদস ফোর্সকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে এবং তাদের অর্থ জোগানদাতাদের লক্ষ্য করে পদক্ষেপ নিয়েছে।
বিভিন্ন অফশোর কোম্পানি ও অ্যাকাউন্টের মাধ্যমে শত শত মিলিয়ন ডলারের তেলের লভ্যাংশ গোপনে স্থানান্তরের অভিযোগ রয়েছে। এসব কোম্পানি মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে এই কার্যক্রমে সহায়তা করেছে বলে অভিযোগ করা হয়।
যুক্তরাষ্ট্রের ভাষ্যমতে, এই অর্থ ইরানের অস্ত্র উন্নয়ন কর্মসূচি এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন মিলিশিয়া গোষ্ঠীকে শক্তিশালী করতে ব্যয় করা হচ্ছে। এ ধরনের ছায়া ব্যাংকিং ব্যবস্থার ওপর নির্ভরশীলতা দিন দিন বেড়েছে।
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, ইরানি সরকার জনগণের কল্যাণ নয়, বরং তাদের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রকল্পে বিনিয়োগে মনোযোগী। তাই এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে বলে জানান তিনি।