ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সব পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত ৩০ শতাংশ শুল্কের জবাবে ‘সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ’ নেওয়ার ঘোষণা দিয়েছেন ইইউ প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন। অর্থনৈতিক স্বার্থ রক্ষায় জোট যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত বলেও জানান তিনি।
তিনি বলেন, আগামী ১ আগস্টের আগেই একটি চুক্তিতে পৌঁছানোর জন্য কাজ করবে ইইউ। তবে একতরফাভাবে যুক্তরাষ্ট্র যদি শুল্ক আরোপ করে, তাহলে ইউরোপীয় ইউনিয়নও কঠোর প্রতিক্রিয়ার জন্য তৈরি।
এর আগে শনিবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দেন, ইইউর সব পণ্যে ৩০ শতাংশ শুল্ক কার্যকর করা হবে ১ আগস্ট থেকে। চলতি বছর জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর থেকেই শুল্ক আরোপের বিষয়ে সরব ছিলেন তিনি। এপ্রিল মাসে কিছু শুল্ক আরোপের পর ৯০ দিনের জন্য তা স্থগিত করলেও, এবার স্থায়ীভাবে বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন।
ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি কমাতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিশ্লেষকদের আশঙ্কা, এই পদক্ষেপ বিশ্ববাজারে অস্থিরতা সৃষ্টি করতে পারে এবং দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের অর্থনীতিও চাপে পড়বে।
ইউরোপীয় পার্লামেন্টের আন্তর্জাতিক বাণিজ্য কমিটির প্রধান বেয়ার্ন লাঙ্গে ট্রাম্পের এ ঘোষণাকে ‘মুখে কষাঘাত’ বলে আখ্যা দিয়েছেন। তিনি পাল্টা পদক্ষেপ নিতে ইউরোপীয় নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন।