রবিবার
৩রা আগস্ট, ২০২৫
১৯শে শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

শ্যামাসুন্দরী খাল ড্রেজিং ও তিস্তা সংস্কারে আশ্বাস উপদেষ্টার

Fresh News রিপোর্ট
জুলাই ১৫, ২০২৫
৮:৫৮ অপরাহ্ণ

রংপুর নগরীর প্রাণ শ্যামাসুন্দরী খাল দখল, দূষণ ও ভরাটে প্রাণ হারাচ্ছে-এই অবস্থার উন্নয়নে খালের ১০ কিলোমিটার অংশ ড্রেজিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে শ্যামাসুন্দরী খাল পরিদর্শন শেষে তিনি জানান, খালের পানিপ্রবাহ স্বাভাবিক রাখতে ৬৮টি বর্জ্য প্রবেশ পয়েন্টে ছাঁকনি বসানো হবে, যা বর্ষায় জলাবদ্ধতা কমাতে সহায়ক হবে।

তিনি বলেন, খালে দুইটি কৃত্রিম বাঁধ রয়েছে, যেগুলোর যৌক্তিকতা খতিয়ে দেখে প্রয়োজন হলে সেনাবাহিনীর সহায়তায় অপসারণ করা হবে। কাজ শুরু হবে শুষ্ক মৌসুমেই, যৌথভাবে জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড ও সেনাবাহিনীর সমন্বয়ে। বর্জ্য অপসারণ ও স্বল্প ব্যয়ে শোধনব্যবস্থা নিয়েও চিন্তাভাবনা চলছে।

শ্যামাসুন্দরীর উন্নয়নের পাশাপাশি তিনি জানান, তিস্তা পাড়ের ১৯.৫ কিলোমিটার সংস্কার সম্পন্ন হয়েছে এবং বাকি অংশের কাজও শুষ্ক মৌসুমে শুরু হবে। তবে রিসোর্স পার্সনের অভাবে এখনই পার্মানেন্ট বাঁধ নির্মাণ সম্ভব নয় বলে জানান উপদেষ্টা। উত্তরাঞ্চলের উন্নয়নে সীমিত সময়ের মধ্যে যতটা সম্ভব কাজ বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন তিনি।

তিনি আরও বলেন, আমরা অন্তর্বর্তী দায়িত্বে রয়েছি, পাঁচ বছরের পূর্ণ মেয়াদ থাকলে বড় প্রকল্প হাতে নেওয়া যেত। এরপরও রংপুরে হাসপাতাল ও তিস্তা নিয়ে কাজ এগিয়ে চলেছে, যাতে মানুষ বারবার বন্যা, ভাঙন ও সেচসংকটে না পড়ে। এর আগে তিনি কুড়িগ্রাম ও কাউনিয়ার তিস্তা তীরবর্তী এলাকা ঘুরে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন।