রবিবার
৩রা আগস্ট, ২০২৫
১৯শে শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

জুলাই গণঅভ্যুত্থান বিশ্বের অনুপ্রেরণার উৎস হবে: নূরুল ইসলাম বুলবুল

Fresh News রিপোর্ট
জুলাই ১৬, ২০২৫
৯:৫৫ পূর্বাহ্ণ

অন্তর্বর্তীকালীন সরকার যা করতে ব্যর্থ হয়েছে, জামায়াতে ইসলামী তাই করে দেখিয়েছে বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল। মঙ্গলবার বিকেলে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত সভায় শহীদ পরিবার ও আহত হয়ে পঙ্গুত্ব বরণকারীদের সম্মান জানানো হয়। বুলবুল বলেন, আন্দোলনের শহীদ ও আহতদের জন্য চিকিৎসা, পুনর্বাসন, এবং মাসিক ভাতা নিশ্চিত করা ছিল অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব। কিন্তু তা বাস্তবায়নের বদলে কেবল জুলাই ফাউন্ডেশন গঠন করেই কর্তব্য শেষ করেছে সরকার।

তিনি জানান, জামায়াতে ইসলামী ৫ আগস্ট পরবর্তী সময়ে প্রত্যেক শহীদ পরিবারের হাতে দুই লাখ টাকা করে আর্থিক সহায়তা দিয়েছে। এছাড়া জুলাইয়ের শহীদদের নিয়ে ১৫শ পৃষ্ঠার ১০ খণ্ডে একটি বই প্রকাশ করা হয়েছে, যাতে ইতিহাস বিকৃত না হয়। ভবিষ্যতে আহতদের নিয়েও বই প্রকাশের পরিকল্পনা রয়েছে।

নূরুল ইসলাম বুলবুল বলেন, পৃথিবীর যেখানেই ফ্যাসিস্ট শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে চাইবে, সেখানেই বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থান উদাহরণ হয়ে থাকবে। যারা জীবন দিয়ে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে, তারা আল্লাহর দৃষ্টিতে শহীদ।

সভায় সভাপতিত্ব করেন ঢাকা-৮ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন। উপস্থিত ছিলেন দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও শহীদ পরিবারের সদস্যরা।

সভায় বক্তারা অভিযোগ করেন, দীর্ঘ এক বছরেও সরকার আহতদের চিকিৎসা, পুনর্বাসন কিংবা ঘোষিত ভাতা বাস্তবায়ন করেনি। এর বিপরীতে জামায়াতে ইসলামী সবার আগে পাশে দাঁড়িয়েছে।

সভাপতির বক্তব্যে ড. হেলাল উদ্দিন বলেন, সরকারের উচিত ছিল দ্রুত রাষ্ট্র সংস্কার, স্থানীয় সরকার নির্বাচন এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে জনগণের সরকার গঠন। কিন্তু তা না করে একটি দল কেবল নির্বাচনের কথাই বলে যাচ্ছে, সহযোগিতা করছে না।

শহীদ পরিবার ও আহতরা সরকারের কাছে দাবি জানান, অবিলম্বে জুলাই সনদ ঘোষণা ও গণহত্যার বিচার করে নির্বাচনের প্রস্তুতি নিতে হবে।