উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহত মাইলস্টোন স্কুলের দুই শিক্ষার্থী নাজিয়া ও নাফির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
শুক্রবার (২৫ জুলাই) দুপুরে তুরাগ এলাকায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এই পরিবারকে সান্ত্বনা জানাতে যান বিএনপির একটি প্রতিনিধি দল। সেখানে গিয়ে নিহতদের পিতা আশরাফুল আলমকে সান্ত্বনা দেন রিজভী আহমেদ।
সন্তান হারিয়ে শোকে বিহ্বল আশরাফুল আলম জানান, তার বাচ্চাদের কবরের ওপর যেন ভবিষ্যতে আর কোনো কবর না দেওয়া হয়। এ বিষয়ে রিজভীর কাছে একটি আবেদন জানান তিনি।
রিজভী আহমেদ তাকে সান্ত্বনা দিয়ে বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথম থেকেই এই দুর্ঘটনার বিষয়ে খোঁজ রাখছেন। তিনি আশ্বাস দেন, সন্তানদের কবরের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হবে যেন সেখানে আর কোনো কবর না দেওয়া হয়।
এই সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় বার্ন ইনস্টিটিউটের রেজিস্ট্রার ডা. শরীফুল ইসলাম, জাসাসের যুগ্ম আহ্বায়ক জাহেদুল আলম হিটো, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ডা. আউয়াল এবং উত্তরা আধুনিক মেডিকেলের ডা. মুনতাসিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।