রবিবার
৩রা আগস্ট, ২০২৫
১৯শে শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

বিদেশে চিকিৎসা প্রসঙ্গে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি খালেদা জিয়ার

Fresh News রিপোর্ট
জুলাই ২৮, ২০২৫
৬:০৯ অপরাহ্ণ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা গ্রহণের বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য এবং তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।

সোমবার (২৮ জুলাই) বিকেল সাড়ে ৩টায় মোবাইল ফোনে দেওয়া এক বক্তব্যে তিনি জানান, এ বিষয়ে কোনো আলোচনাও হয়নি। তবে প্রয়োজন দেখা দিলে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত পরবর্তীতে বিবেচনায় আনা হতে পারে।

গত ২৩ জুলাই রাতেই খালেদা জিয়াকে জরুরি ভিত্তিতে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসা শেষে সেদিন রাতেই তিনি বাসায় ফেরেন।

প্রায় চার মাস লন্ডনে চিকিৎসা শেষে ৫ মে দেশে ফেরার পর তার স্বাস্থ্যের বিষয়টি নিয়মিত পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানান চিকিৎসক।

এ জেড এম জাহিদ হোসেন আরও বলেন, কিছু গণমাধ্যমে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার খবর প্রকাশ হলেও তা পুরোপুরি ভিত্তিহীন।

এদিকে খালেদা জিয়ার সাম্প্রতিক শারীরিক অবস্থার উন্নতির তথ্য থাকলেও, চিকিৎসক দল এখনো কোনো বিদেশ যাত্রার প্রয়োজনীয়তা নির্ধারণ করেনি। বিষয়টি সম্পূর্ণ তার শারীরিক অবস্থার উপর নির্ভর করছে এবং প্রয়োজন হলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।