রবিবার
৩রা আগস্ট, ২০২৫
১৯শে শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে “চলচ্চিত্র প্রদর্শনী”

Fresh News রিপোর্ট
আগস্ট ২, ২০২৫
১২:৪৮ অপরাহ্ণ

চলচ্চিত্র যোগাযোগের এমন এক শক্তিশালী মাধ্যম, যেখানে আমরা সমাজের প্রতিচ্ছবি দেখতে পাই। যা মানুষকে নতুন কিছু ভাবতে উৎসাহিত করে। এছাড়া বিনোদনের মাধ্যম হিসেবেও চলচ্চিত্র বেশ সমাদৃত। এই সকল বিষয় সামনে রেখে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ “চলচ্চিত্র প্রদর্শনী” অনুষ্ঠানের আয়োজন করে।

শুক্রবার (০১ আগস্ট, ২০২৫) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে বিভাগের শিক্ষার্থীদের নিয়ে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ড. মো: জাহাঙ্গীর আলম এ অনুষ্ঠানের উদ্বোধন করেন। এছাড়া উপস্থিত ছিলেন জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের কো-অর্ডিনেটর ও প্রভাষক জুবায়ের আহমেদ ও প্রভাষক কেয়া বোস। বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলে এ উৎসব।

চলচ্চিত্র প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, সবাই মিলে একসাথে বসে চলচ্চিত্র দেখার মজায় আলাদা। সিনেমাতে যখন হাসির দৃশ্য চলছে তখন সবাই মিলে একসাথে জোরে হেসে ফেলছি আবার কষ্টের দৃশ্যে সবাই চুপ হয়ে যাচ্ছি। এ এক অন্যরকম অনুভূতি। আজকে আমরা অনেক আনন্দ করেছি। আমরা আশা করছি বিভাগ থেকে এ ধরনের অনুষ্ঠানের ধারাবাহিকতা বজায় থাকবে।