রবিবার
৩রা আগস্ট, ২০২৫
১৯শে শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

শাহবাগে ছাত্রদলের সমাবেশ, জনদুর্ভোগে আগাম দুঃখপ্রকাশ

Fresh News রিপোর্ট
আগস্ট ২, ২০২৫
১০:১৪ অপরাহ্ণ

রাজধানীর শাহবাগে রোববার ছাত্রদলের ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে। এ আয়োজনকে ঘিরে সম্ভাব্য জনদুর্ভোগের জন্য নগরবাসীর কাছে আগাম দুঃখপ্রকাশ করেছে সংগঠনটি।

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এক বিবৃতিতে জানান, জুলাই গণঅভ্যুত্থান স্মরণে শুরুতে ৩ আগস্ট জাতীয় শহীদ মিনারে সমাবেশের সিদ্ধান্ত নেওয়া হলেও পরে জাতীয় নাগরিক পার্টির অনুরোধে স্থান পরিবর্তন করে শাহবাগে সমাবেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, শহীদ মিনারে সমাবেশের অনুমতি থাকলেও উদারতা ও গণতান্ত্রিক সহাবস্থানের স্বার্থে স্থান পরিবর্তন করা হয়েছে। কর্মদিবসে সমাবেশের কারণে জনদুর্ভোগ সৃষ্টি হতে পারে, তা সংগঠনটি আগেই উপলব্ধি করছে।

নাছির উদ্দীন নাছির আশা প্রকাশ করেন, নগরবাসী বিষয়টি সহানুভূতির সঙ্গে গ্রহণ করবেন এবং ভবিষ্যতে এই বিষয়ে আরও সচেতন থাকার আশ্বাস দেন।