রবিবার
৩রা আগস্ট, ২০২৫
১৯শে শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে

Fresh News রিপোর্ট
আগস্ট ২, ২০২৫
১০:১৮ অপরাহ্ণ

অন্তর্বর্তী সরকার জানিয়েছে, আগামী ৫ আগস্ট বিকেল ৫টায় গণঅভ্যুত্থানের সব পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে।

শনিবার দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করা হয়েছে এবং নির্ধারিত দিনে তা প্রকাশ করা হবে। এ বিষয়ে বিস্তারিত শিগগিরই জানানো হবে।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের মূল দায়িত্ব রাষ্ট্রের কাঠামোগত সংস্কার এবং জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণ। এই প্রেক্ষাপটে জুলাই ঘোষণাপত্রকে একটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচনা করা হচ্ছে। খসড়ার একটি কপি ইতোমধ্যে বিএনপি, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টিকে পাঠানো হয়েছে তাদের মতামতের জন্য।

সরকারি সূত্র জানিয়েছে, ঘোষণাপত্রে ২৬টি দফা অন্তর্ভুক্ত করা হয়েছে এবং যেকোনো বিতর্ক এড়াতে তা সতর্কতার সঙ্গে প্রণয়ন করা হয়েছে। খসড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে জুলাই গণঅভ্যুত্থানের বিষয়টি উল্লেখ করা হয়েছে। বিএনপির প্রস্তাব অনুযায়ী, ঘোষণাপত্রে ৭৫-এর ৭ নভেম্বরের সিপাহী বিপ্লব, ১৯৭৯ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান সরকারের আনা সংবিধানের পঞ্চম সংশোধনী এবং দীর্ঘদিনের বিরোধী দলের সংগ্রামকে স্বীকৃতি দেওয়া হয়েছে।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যে কোনো দিন ৫ আগস্টের আগে বা সেদিনই ঘোষণাপত্রটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবেন বলে জানা গেছে।