বিমান দুর্ঘটনার পর তৃতীয় দফায় বাড়ানো ছুটি শেষে আগামী রোববার রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজ সীমিত পরিসরে খুলছে, তবে এদিন কোনো পাঠদান কার্যক্রম চালু হবে না।
কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল জানান, নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে শুধুমাত্র মানসিক প্রশান্তি ও স্বাভাবিকতায় ফেরার প্রস্তুতি হিসেবে। শিক্ষার্থীরা কলেজে এসে শিক্ষকদের সঙ্গে কুশল বিনিময় করবে এবং বন্ধুদের সঙ্গে সময় কাটিয়ে মানসিকভাবে স্বস্তি ফিরে পাওয়ার সুযোগ পাবে। এটি স্বাভাবিক জীবনে ফেরার প্রথম ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।
তিনি জানান, শনিবার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে এবং রোববারও একই কর্মসূচি চলবে। ক্যাম্পাসে কাউন্সেলিং কার্যক্রম চালু রয়েছে, পাশাপাশি বিমানবাহিনীর পক্ষ থেকে পরিচালিত চিকিৎসা ক্যাম্পে শারীরিক ও মানসিক পরামর্শ দেওয়া হচ্ছে।
শাহ বুলবুল বলেন, শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক সমাজের পারস্পরিক ভালোবাসা, সহানুভূতি ও মানবিকতাই এই সংকট মোকাবিলার বড় শক্তি। শিক্ষকরা শিক্ষার্থীদের পাশে থেকে মানসিক সহায়তা দিচ্ছেন এবং প্রয়োজনে একান্ত আলাপ করছেন।
গত ২১ জুলাই বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিধ্বস্ত হয়, যাতে প্রতিষ্ঠানটির স্কুল শাখার বহু শিক্ষক ও শিক্ষার্থী হতাহত হন।