রোমে পোপ চতুর্দশ লিও’র নেতৃত্বে শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জুবিলি অব ইয়ুথ’-এর নৈশপ্রার্থনা অনুষ্ঠান, যেখানে এক লাখের বেশি ক্যাথলিক তরুণের উপস্থিতি আশা করা হচ্ছে। সপ্তাহব্যাপী তীর্থযাত্রার এই সমাপনী আয়োজন পবিত্র জুবিলি বর্ষের অন্যতম গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হিসেবে বিবেচিত হচ্ছে।
‘জুবিলি অব ইয়ুথ’ ভ্যাটিকানের বিশেষ আয়োজন, যেখানে ১৮ থেকে ৩৫ বছর বয়সী তরুণদের আমন্ত্রণ জানানো হয়। বিশ্বের ১৪৬টিরও বেশি দেশ থেকে তরুণ তীর্থযাত্রীরা ইতোমধ্যে রোমে পৌঁছেছেন। প্রথমবারের মতো আমেরিকান নাগরিক হিসেবে পোপ নির্বাচিত চতুর্দশ লিও’র দায়িত্ব গ্রহণের মাত্র তিন মাসের মাথায় এই আয়োজন অনুষ্ঠিত হচ্ছে।
সপ্তাহজুড়ে রোমের রাস্তায় বিভিন্ন দেশের পতাকা হাতে ও ধর্মীয় সঙ্গীত গেয়ে হাজারো তরুণের উপস্থিতি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে। তরুণদের জন্য শহরজুড়ে নানা কর্মসূচির পাশাপাশি প্রাচীন সার্কাস ম্যাক্সিমাসে শুক্রবার প্রায় এক হাজার পুরোহিত কনফেশনের সুযোগ দিয়েছেন।
টর ভারগাটা এলাকায় মূল অনুষ্ঠানের জন্য পোপের উদ্দেশ্যে নতুন উন্মুক্ত মঞ্চ তৈরি করা হয়েছে। একই স্থানে ২৫ বছর আগে পোপ দ্বিতীয় জন পলের অধীনে শেষবার তরুণদের জুবিলি অনুষ্ঠিত হয়েছিল। এবারের আয়োজনে ৪ হাজার ৩০০ এর বেশি স্বেচ্ছাসেবক কাজ করছেন এবং নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন রয়েছে এক হাজারের বেশি পুলিশ সদস্য।