বৃহস্পতিবার
২৩শে জানুয়ারি, ২০২৫
৯ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

তসবিহ গণনা করার সঠিক উপায়

Fresh News রিপোর্ট
নভেম্বর ১৬, ২০২৪
৭:০৪ পূর্বাহ্ণ

ফ্রেশ নিউজ ডেস্ক:

তসবিহ খুব সহজ আমল, কিন্তু আমলের দাঁড়িপাল্লায় ওজনে খুব ভারী হবে। চলাফেরার মধ্যেই প্রতিনিয়ত এ আমল করা যায়। কিছু তসবিহ গণনা করে পড়ার কথাও হাদিসে আছে। আমরা অনেকেই জানিনা কিভাচে তসহিহ গণনা করতে হয়।

হযরত ইউসায়রা (রা.) বলেন, একদা রাসুল (সা.) আমাদের বললেন, ‘তোমরা তসবিহ, তাহলিল এবং পবিত্রতা বর্ণনা করবে। এতে তোমরা গাফিলতি করো না। কারণ তোমরা তাওহিদ ভুলে যাবে। আর তোমরা আঙুলে তসবিহ বর্ণনা করবে। সেগুলো জিজ্ঞাসিত হবে এবং কথা বলবে’ (তিরমিজি : ৩৪৮৬)।

তসবিহ গণনার সময় সবাই সাধারণত ডান হাত ব্যবহার করে থাকেন, হঠাৎ কেউ হয়তো বা বাম হাত ব্যবহার করেন। অনেকে জানতে চান বাম হাতে তসবিহ পড়া যাবে কি না? আলেমরা বলেন, তসবিহ হাতে গুনে পড়ার সময় বাম হাত ব্যবহার করা উচিত নয়। ডান হাতে তসবিহ পড়াই নবীজি (সা.)-এর সুন্নত। হজরত আবদুল্লাহ ইবনে আমর (রা.) বলেন, ‘আমি রাসুল (সা.)-কে ডান হাতে তসবিহ গণনা করতে দেখেছি’ (আবু দাউদ : ১৫০২)। তবে বিশেষ প্রয়োজনে বা ডান হাত কোনো কাজে ব্যস্ত থাকলে বাম হাতের আঙুল ব্যবহারে নিষেধ নেই।