বৃহস্পতিবার
২৩শে জানুয়ারি, ২০২৫
৯ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

প্রেম লুকোতে পারলেন না ইব্রাহিম ও পলক

Fresh News রিপোর্ট
নভেম্বর ১৬, ২০২৪
৯:৪৭ পূর্বাহ্ণ

বিনোদন ডেস্ক:

অনেক দিন ধরেই গুঞ্জনপাড়ার নজর সাইফপুত্র ইব্রাহিম ও শ্বেতা তিওয়ারির কন্যা পলক তিওয়ারির দিকে। পাপারাজ্জিদের ক্যামেরার সামনে পড়লেই এক গাল হাসি আর বোকা চাউনি! প্রেমের কথা বললেই, দুজনেই স্পষ্ট উত্তর উই আর জাস্ট ফ্রেন্ড ।

এবার আর প্রেম লুকোতে পারলেন না ইব্রাহিম ও পলক। সোশ্যাল মিডিয়াতেই প্রকাশ পেল তাদের বন্ধুত্ব থেকে প্রেমের যাত্রা। একসঙ্গে মালদ্বীপে ছুটি কাটাতে গেলে প্রকাশ্যে আসে তাদের প্রেম! তাহলে কী ইব্রাহিম ও পলক বলেই দিলেন, প্রেমে আছি!

এর আগেও সাইফ ও ইব্রাহিমের একটি ভিডিও ভাইরাল হয়। ওই ভিডিওতে দেখা গিয়েছে, গাড়ির ভেতর বসে রয়েছেন সাইফ ও পলক। দুজনের মুখেই উজ্জ্বল হাসি। কিন্তু পাপারাজ্জিদের ক্যামেরা দেখা মাত্রই, হাসি একেবারে ম্লান। বরং টুকটাক ছবি উঠতেই মুখ লুকিয়ে ফেললেন ইব্রাহিম ও পলক। সালমন খানের হাত ধরে সদ্য বলিউডে পা দিয়েছেন পলক। কিন্তু ইব্রাহিম অভিনয়ের জন্য একেবারে তৈরি। তারই মাঝে পলকের সঙ্গে ইব্রাহিমের প্রেমের গুঞ্জন।

অন্যদিকে কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ইব্রাহিমের আরেকটি ভিডিও ভাইরাল হয়। যেখানে দেখা গিয়েছে, এক রহস্যময়ীর সঙ্গে মুম্বাই বিমানবন্দরে ইব্রাহিম। পলকের সঙ্গে সাইফপুত্রকে দেখে নেটিজেনরা বলছেন, বছরের শুরুতেই গার্লফ্রেন্ড বদল!