ফ্রেশ নিউজ ডেস্ক:
হজরত বারা ইবনে আজেব (রা.) বর্ণনা করেছেন যে নবীজি (সা.) শোয়ার আগে কিছু আমল করার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, শোয়ার আগে নামাজের ওজুর মতো ওজু করো। এরপর ডান পাশের ওপর কাত হয়ে শুয়ে পড়ো এবং নিচের দোয়া পড়ো:
দোয়া:
“হে আল্লাহ! আমি আমার চেহারাকে তোমার হস্তে সমর্পণ করলাম। আমার সব বিষয় তোমারই কাছে সমর্পণ করলাম এবং আমার পৃষ্ঠদেশ তোমার আশ্রয়ে সোপর্দ করলাম। আমি তোমার গজবের ভয়ে ভীত এবং তোমার রহমতের আশায় আশান্বিত। তোমার কাছে ব্যতীত কোনো আশ্রয়স্থল নেই এবং নেই মুক্তি পাওয়ার স্থান। তুমি যে কিতাব অবতীর্ণ করেছো, আমি তার ওপর ঈমান এনেছি এবং তুমি যে নবী পাঠিয়েছ আমি তাঁর ওপর ঈমান এনেছি।”
নবীজি (সা.) আরও বলেছেন, যদি এ রাতেই মৃত্যুবরণ করো, তবে তোমার মৃত্যু ইসলামের ওপর গণ্য হবে। তাই শোয়ার আগে এই দোয়া পড়া গুরুত্বপূর্ণ এবং এটি যেন রাতের সবশেষ কথা হয়।
সূত্র: বুখারি, হাদিস নম্বর ৬৩১১।