শনিবার
১৯শে এপ্রিল, ২০২৫
৬ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

ইসলামে কাজের লোকদের প্রতি সদয় আচরণের গুরুত্ব

Fresh News রিপোর্ট
নভেম্বর ১৭, ২০২৪
১০:১২ পূর্বাহ্ণ

ফ্রেশ নিউজ ডেস্ক:

ইসলামে সাম্য ও মানবিকতার ওপর জোর দেওয়া হয়েছে। কাজের লোক বা অধীনস্থদের প্রতি সদয় আচরণ করার শিক্ষা দিয়েছে ইসলাম। এদের প্রতি দয়া ও ইনসাফ প্রদর্শনে রাসুল (সা.) উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

মানুষ মাত্রই ভুল করে। কাজের লোকদের ভুলত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে বলা হয়েছে। হাদিসে এসেছে, কাজের লোকদের প্রতিদিন ৭০ বার ক্ষমা করার কথা বলা হয়েছে। এই সংখ্যাটি বেশি ক্ষমা করার প্রতীক হিসেবে এসেছে।

কাজের লোকদের সামর্থ্যের বাইরে কাজ দেওয়া ইসলামে নিষিদ্ধ। রাসুল (সা.) বলেছেন, তাদের জন্য অন্ন-বস্ত্রের ব্যবস্থা করা এবং সাধ্যাতিরিক্ত কাজ না চাপানো মালিকের দায়িত্ব।

রাসুল (সা.) কাজের লোকদের সঙ্গে একত্রে খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, খাবার প্রস্তুতকারীকে সম্মান জানিয়ে তার সঙ্গে বসে খাওয়া উচিত, অথবা অন্তত তার জন্য কিছু খাবার বরাদ্দ রাখা উচিত।

কাজের লোকদের প্রতি নির্যাতন কঠোরভাবে নিষেধ। রাসুল (সা.) কখনো কোনো খাদেম বা স্ত্রীকে প্রহার করেননি। হাদিসে এসেছে, দীর্ঘ ১০ বছরে তিনি কখনো তার খাদেমকে ধমক দেননি।

ইসলামের শিক্ষা হলো কাজের লোকদের প্রতি ভালোবাসা ও ভ্রাতৃত্ব প্রদর্শন করা। এ আদর্শ সমাজে শান্তি ও সুখ এনে দেয়, যা রাসুলের (সা.) জীবনচরিতের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা।